তব বন্দনা[/sb
আমি তোমার সুখের লাগিয়া ,
আপনারে বিসর্জিনু
তোমারই পদপ্রান্তে।
চিত্তরে না স্মরি, বিবেক কপাট রুধি
আপনারে করিনু দাস ,
আপনারই অজান্তে।
মম হৃদয়ের সুর বুঝি আর বাজে না ,
হৃদয় গহীন ফুলে ফুলে আর সাজে না।
প্রান মন্দির আরতি করে
তব বিগ্রহ সম্মুখে।
বিটপী ছায়ায় শ্রান্তি তবু ঘোচে না ,
গঙ্গা চুমিয়া তৃষ্ণা যে মোর মেটে না।
হৃদয় চায় বন্দীতে তোমারে
আপন অন্তরালে।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৫