ইংরেজি সংখ্যা লিখতে 'a', 'b', 'c', 'd' এর ব্যবহার দেখুন।
a, b, c ও d অক্ষরগুলো 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার ইংরেজি বানানে ব্যবহার করতে হয়না।
d প্রথমবারের মত আসে 100(Hundred) লিখতে
a, b ও c অক্ষর 1 থেকে 999 পর্যন্ত বানান করে লিখতে দরকার হয়না।
a প্রথমবারের মত আসে 1000(Thousand) লিখতে।
b ও c অক্ষর 1 থেকে 999,999,999 পর্যন্ত বানানে লাগেনা।
b প্রথমবারের মত ব্যবহার করতে হয় 1 billion লিখতে।
এবং
c অক্ষরটি ইংরেজি সংখ্যার কোন বানানেই প্রয়োজন পড়েনা !!!!
আপনি নিজে চেষ্টা করে দেখুন, ব্যাপারটা ঠিক কিনা?
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮