টিপাইমুখ বাঁধ নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত এবং এই বিষয়ে নিয়ে সামু সহ বিভিন্ন ফোরামে অনেক কথা হয়েছে বা হচ্ছে। তাই আমি এসব নিয়ে নতুন করে লিখছি না। আমার শুধু একটি প্রশ্ন এসে ভর করছে তা হলো জাতির বিবেকরা চুপ কেন? পান থেকে চুন খসলে যেখানে তারা সারা দেশ অচলে করে দেয় তারা আজ কি করছে? তেমনিভাবে আমার দেশের সোনার ছেলেরা ছাত্রলীগ বা ছাত্রদল তারাই বা কি ভুমিকা নিচ্ছে? দেশের ক্রান্তিকালে কি তাদের খুঁজে পাওয়া যাবে না??
পরিশেষে বলি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মাটি এবং জনগনের সাথে বেঈমানি করবেন না। তারা বড় আশা নিয়ে আপনাকে দেশের নেতা নির্বাচিত করেছিল। আপনি 'না' বলে দিলে ভারত কেন ভারতের বাবার ও ক্ষমতা নেই টিপাইমুখ বাঁধ নির্মাণ করার।
জনগন সাথে নিয়ে দেশের এই দুর্যোগ মোকাবেলা করুন। ভেবে দেখুন ভেবে দেখুন এটা তো শত সিডরের চাইতে ও ভয়াবহ!! আর তা যদি না করেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।
গত কাল আমিও এ নিয়ে ব্লগ দিয়েছি।
নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রধানমন্ত্রীর ঘোষণা সাধুবাদ জানাই। টিপাইমূখ বাঁধের বিরুদ্ধেও তাঁর সাহসী উচ্চারণ ও পদক্ষেপ চাই। Click This Link
সামু ব্লগে যারা টিপাই মুখের বিরুদ্ধে আছেন, আসুন সবাই ব্লগে, মিডিয়ায়, জনগণের কাছে আমাদের প্রতিবাদ তুলে ধরি। সামু ব্লগের প্রোফাইল পিকচারে আমরা সবাই নিচের ছবিটি সংযোজন করে প্রতিবাদের সূচনা করি।

আপনারা কারা কারা এ বিষয়ে একমত তাঁরা আওয়াজ দিন প্লিজ। এভাবেই শুরু হোক আমাদের প্রতিবাদ।