ভালবাসি বলেই,
তুমি ফিরে আসো বারংবার,
কিছু না বলেই ফিরে আসো।
হঠাৎ বৈশাখী বজ্রের মত,
ছুঁয়ে দিয়ে যাও আমার এই ক্ষুধার্ত চোখে,
শুকিয়ে যাওয়া কালো ঠোঁটে,
কিংবা অধরে অধরে।
আমি শুধু দেখি,দর্শক হয়ে দেখি,
অদৃশ্যতা অনুভব করি,
ছুঁয়ে যাওয়া ছোঁয়াগুলি বেঁচে থাকে,
কিন্তু ক্ষনিকেই তুমি চলে যাও।
পরে থাকে অতৃপ্ত চোখ,ভেজা ঠোঁট,
আর তোমার গন্ধ মাখানো এই সুঘ্রাণী অধর।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:১৮