একেক জনের কাছে ভালবাসার অর্থ একেক রকম।
ছাত্রঃ ভালো-মন্দ চিন্তা না করে, লোক লজ্জা উপেক্ষা করে,বাবা-মার মুখে চুনকালি দিয়ে সাগরে ঝাঁপ দেয়া।
গণিতের শিক্ষকঃ যার দৈর্ঘ্য,প্রস্থ নেই শুধু গভীরতা আছে তাকে ভালবাসা বলে । কিছু ক্ষেত্রে গভীরতা সমান থাকে আবার কিছু ক্ষেত্রে গভীরতা থাকে না। শূণ্যের উপর ভর করেই চলে।
ডাক্তারঃ ভালবাসা এমনিই একটি রোগের নাম, যা ঘুম নষ্ট করে, ক্ষুধা কমায়, চিন্তা বাড়ায়, মানসিক অশান্তিতে রাখে।
পুলিশঃ ভালবাসা হচ্ছে এমনই এক জেলখানা, যেখানে প্রেমিক-প্রেমিকাদের বন্দী রাখা হয়।
কবিঃ ভালবাসা মানে উদাস হাওয়া, এই আছে এই নাই। কবিতার ভাষায় বললে, "ভালবাসা মোরে ভিখারী করছে তোমারে করেছে রাণী"।
রাজনীতিবিদঃ ভালবাসা মানে পার্কে, গাছতলায়, চাইনিজে বসে সভা আর আলোচনা করা। কোন কিছুতে ব্যাঘাত ঘটলে উভয়পক্ষ বা একপক্ষ থেকে ব্রেক-আপ, কথা না বলা, ঝগড়া করা ইত্যাদি কর্মসূচীর ঘোষণা দেয়া।
ভিখারীঃ ভালবাসা হল একজনের মন অন্যজনকে ভিক্ষা দেয়া এবং অন্য জনের মন ভিক্ষা নেয়া।
কুলিঃ ভালবাসা হচ্ছে একে অপরের সুখ-দুঃখ আটিঁ বেঁধে বহন করা।
মাঝিঃ ভালবাসা হল মান অভিমান এবং কিছু আবেগের দাঁড় টান। সহজ কথায় লগি আর বৈঠা।
বিক্রেতাঃ ভালবাসা হচ্ছে হৃদয়ের বেচাকেনা। কোন ক্ষেত্রে উইথ ওয়ারেন্টি সাপোর্ট থাকে। তবে বেশীর ভাগ ক্ষেত্রেই থাকে না। আর ভাগ্য ভাল হলে গ্যারান্টিও পাওয়া যায়। আর চাইনিজ হৃদয় থিক্ক্যা সাবধান থাকবেন।
বাড়িওয়ালাঃ ভালবাসা মানে দুই বেড, বাথ, ডাইনিং, কিচেন ও একটি সুন্দর বারান্দা। সেই সাথে মাস শেষে ভাড়া নেয়া ।
ব্যর্থ প্রেমিকঃ ভালবাসা মানে তো কিছু নেই। এর মানে শুধুই নিরাশা, শুধুই অন্ধকার ভালবাসে আমি খেয়েছি এমনি ছ্যাকা, যার কারণে হয়ে গেছি আমি বেকা।