বুক ফাটিয়ে ঢাকার আকাশ বাতাস কাঁপালাম অনেক দিন পরে । একেকজন সঙগীর চোখে মুখে সে কি দ্বীপ্তি


নাড়ায়ে তাকবীর- আল্লাহু আকবর
বাংলাদেশের প্রান্ত হতে-রাসুল তোমায় জানাই সালাম
তোমার নেতা আমার নেতা-বিশ্বনবী মোস্তফা
আজ রাসুলের জন্মদিন-আজকে মোদের খুশির দিন
আল কোরানের অপমান - সইবে নারে মুসল মান
রাসুলের অপমান - সইবে নারে মুসলমান
ঠেলেঠুলে সামনের দিকে ই চলে গেছিলাম র্যালী শুরু হবার আগেই । কারন শুরু হয়ে গেলে আর ঠেলাঠেলি করা যাবেনা


ফকিরাপুল-দৈনিকবাংলা ঘুরে আমরা যখন পল্টনমোড় ও ছাড়িয়ে গেলাম, তখনও মিছিলের শেষমাথা কাকড়াইলে

ঢাকাবাসী অনেকদিন পর জম্পেশ এক বিশালতম র্যালী দেখলো কোরআন প্রেমিকদের । রাসুলপ্রেমিকদের এ সমাবেশ থেকে বার্তা ছড়িয়ে দেয়া হলো, মসজিদের দেশ বাংলাদেশে কোরানের বিরোধী কোন আইন বানানোর দিবাস্বপ্ন ছেড়ে দিতে হবে ।