প্রেমিকার ফোন আসলে মন কেমন করে অভিজ্ঞতার অভাবে তা জানি না। তবে বউ ফোন দিলে মনে কী হয় তা বলি। ফোন বাজলে চট করে মনে করতে হয়
- পোলায় কোন ব্যাথা ট্যাথা পায় নাই'তো?
- আসার সময় দড়জা আটকায়ে আসছি'তো?
- বেসিনের কলের মাথার ছাকনিটা নেওয়ার কথা ছিলো, নেই নাই। পানি ছিটকায়ে পড়তেছে না'তো?
- ইলেক্ট্রিসিটি সমস্যা? আইপিএস নষ্ট হয়ে যায় নাই'তো?
- ফ্রীজে কি বরফ জমতেছে না, নাকি বেশী বরফ জমে গেছে?
- ফেসবুকে স্টেটাসে বেশী সত্য টত্য কিছু বলে ফেলি নাই'তো?
...
..
.
ফোন ধরার পর দেখা যায়
- ফোন ধরো না কেন! সকালে রুটি একটা কম খাইছো কেন? আমার রান্না পছন্দ না হইলে বাইরে থেকে নাস্তা আনতে পারো না? খাবার নিয়া না বলে তুমি যন্ত্রনা করো না!
জাস্ট কিউরিয়াস মন জানতে চায়, কারো বউ কি কোন সমস্যা, অভিযোগ ছাড়াও ফোন দেয়?
তবে হ্যাঁ ফোনে সমস্যা তেমন না। সমস্যা হইলো ইনবক্স। দুই, তিন পৃষ্ঠা সাইজের একেকটা ইনবক্স যখন একের পর এক আসতে থাকে, তা পড়া আর কনডেম সেলে থেকে ফাইনাল পরোয়ানা পড়া এক কথা।