পিকাবো ডট কম এর সমস্যার অন্ত নাই।
- প্রতিটা পণ্যে আলাদা আলাদা করে ডেলিভারি চার্জ ৫০ টাকা করে যোগ হয়। তাদের দয়ার শরীর, পরে ফোন করে ডেলিভারী চার্জ কমিয়ে সবকয়টা পণ্যের জন্যই ৫০ টাকা করে। তাদের এই ফালতু সিস্টেমের কারনে অনলাইনে পে করা যায়'না। কারন অনলাইনে পে করলে বেশী টাকা সহ পে করে দিতে হবে। যে টাকা তারা পরে ফেরত দিবে'না, কুপন দিবে। মানে অসভ্য রাস্তায় আমার পকেটের টাকা তাদের পকেটে পড়ে থাকবে।
এইসব নিয়া কমপ্লেন করায় কাস্টমার কেয়ার থেকে বলে দিলো
- ভালো না লাগলে শপিং না করলেই পারেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬