সংক্ষিপ্ত সংলাপ - ৮৬ (কেন হলাম না তেলাপোকা, নিদেনপক্ষে ছারপোকা)
সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন
: অনু!
: হুমম.. (মহা ব্যাস্ত ভাব)
: কী দেখছিস আমার মধ্যে?
: হুমম... (দেখছে ও চিন্তা করছে)
: এ্যাই অনু! তোর দৃষ্টি আগে এমন ছিলোনা
: কেমন ছিলো?
: বড্ড ভদ্র, সুইট কিউট
: আর এখন?
: ভদ্রভাবে অসভ্যতম (চাপা হাসি)
: তোর দেহটা নিয়েইতো তোর অস্তিত্ব?
: হ্যা!
: খুঁজছি কোথায় তবে প্রেমের চুম্বক, এত টানে!
: দেহের মধ্যে প্রাণ কোথায় তা বলতে পারিস?
: হুমম.. না তো!
: প্রেমতো আরো জটিল ব্যাপার
: সে কেন?
: প্রেম কি শুধু দেহে থাকে!
: আবার কোথায়?
: কিছু দেহে, কিছু কথায় বার্তায় কিছুবা কাজে।
: হুমম.. তাইতো!
: আচ্ছা অনু, মেয়ে দেখলে কেন তোদের চোখ ফিরেনা?
: (চুপ)
: কি'বা দেখিস যে এত খুশি, চুরি করে নজর ঘুরাস!
: সেই তো, চুরি করে দেখার মত কিইবা আছে (কনফিডেন্টলি)
: কনফিডেন্টলি?
: হ্যাঁ মোটামোটি
: ঠিক আছে, কাছে আয়, আরো কাছে
: কেন?
: চেয়ে থাক্ আমার মুখের দিকে, হ্যাঁ এমন করে
: ( সপ্তী, এত সুন্দর কেন তুই? গঠনটা কি হেমামালিনীর মত কিছুটা!)
: এ্যাই, এ্যাই দৃষ্টি মুখ থেকে সরে কোথায় গেল!
: নাহ আছে
: কী আছে?
: চুরি করে দেখার মত অনেক কিছুই আছে , হে হে হে
: অসভ্য।
২২-১১-০৮, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৮