ব্যন হইয়া গেচে গা,ব্যন হইয়া গেচে গা..এই নাটুক জমে নাই ।যার কতাই কয় ব্যন হইয়া গেচে সেই দেকা যায় ভুল কইরা পরের দিন লগইন কইরা বসে।
তারপর আইলো,রাগ কইরা চইলা গেচে গা নাটক। এই নাটকের রিজাল্ট আরো খারাপ। পারফরমার ভালো না।পরের দিন আইয়া কয়,কই যাই নাই তো ।
তাই নাটক হইলো একন এক নিকে আরেক নিকের লগে কতা কওন ।
যেমুন ধরেন নূরা ভাই একন চড়ুই নিকে পোস্ট দিব আর নিজে নিজেরে পিঠ চাপড়াইবো (আমি কই নাই,ব্লগের নতুন টাইগার আহমাদ মুজতবায় কইচে ) বা ধরেন সারওয়ার ভাই থেরাপিস্ট হইয়া নিজেই নিজেরে কমেন্ট দিব।
এই নাটকের আর্টিস্টিক ভার্সন হইলো গিয়া নিজেই নিজেরে হ্যাপি বার্থডে জানানু ।
ধরেন এক নিকে আপনে নিজের বার্থডে জানাইয়া অন্য নিকরে উইশ করলেন ।
যাউক,এইটাও বেশ পেচগুচের ব্যাপার। আশেপাশে হাসিব থাকলে ধইরা ফালাইব যে এক নিকের কমেন্ট আরেক নিকে হইয়া গেচে গা।

তাই ,আমার প্রিয় ব্লগারদের মাঝে নিচের ব্লগারদের জন্মদিন জানতে চাই ।যাতে কইরা আমিই তাগোরে পোস্ট দিয়া শুভজন্মদিন জানামু,তাগোর নিজের আর কষ্ট কইরা একাধিক নিকে গুতাগুতি করতে হইব না ।
যাগো জন্মদিন জানতে চাই :
১.নূরে আলম ।(ঐ যে চশ্মাধারী মারাত্মক সিরিয়াস ???)
২.নাজিরুল
৩.সারোয়ার চৌধুরী
৪.অশ্রু
৫.সাইমুম (নতুন নিকগুলার যেকুনু এক্টা)
৬.রিজভী -হোম ডিস্টৃক্ট কুষ্টিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





