১। টানেল অব লাভ, ক্লীভান, ইউক্রেন
অনেক বছর ধরে প্রতিদিন তিনবার করে ট্রেন যাতায়াতের ফলে আশেপাশের গাছগুলি টানেলটিকে তৈরি করেছে। পরিত্যক্ত অবস্থায় এখন টানেলটি দারুণ রোমান্টিক জায়গা হিসেবে পরিচিত।
২। ক্যানো ক্রিস্টাল রিভার, কলম্বিয়া
এখানে অসংখ্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাস হওয়ায় নদীটিতে হলুদ, সবুজ, নীল, কালো, লাল- সব ধরনের রঙই দেখা যায়। পাথরগুলি ১.২ বিলিয়ন বছরের পুরোনো।
৩। প্লিটভাইস লেক, ক্রোয়েশিয়া
প্লিটভাইস প্রাকৃতিক উদ্যানটি ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় এবং দক্ষিণ-পূর্ব ইউরোপে সবচেয়ে পুরাতন প্রাকৃতিক উদ্যান। কয়েক হাজার বছর ধরে চুনাপাথর এবং চকের উপর পানির প্রবাহের ফলে প্রাকৃতিকভাবে বাধ, সুন্দর সুন্দর হ্রদ, গুহা এবং জলপ্রপাত তৈরি হয়েছে এখানে।
৪। গারমিশ্চ-পারতেনকিরচেন, ব্যাভারিয়া, জার্মানি
জার্মানির ব্যাভারিয়াতে অবস্থিত নয়নাভিরাম গারমিশ্চ-পারতেনকিরচেন গ্রামটি অবস্থিত জুগসপিৎজ পর্বতের চুড়ায়। যা জার্মানির সর্বোচ্চ শৃঙ্গ। অপরূপ সব দৃশ্য দেখা যায় এই নিরালা প্রত্যন্ত গ্রামটিতে গেলে। অল্প কিছু মানুষের বাস সেখানে। বাসিন্দাদের অধিকাংশই ভেড়ার খামারের মালিক অার কাঠুরিয়া।
ওই গ্রামে গেলে যেদিকে চোখ যায় চারদিকে কেবল দেখা যায় সবুজ। জুগসপিৎজ পর্বতের চুড়ার সৌন্দর্য্য দেখলে অনেকেরই মনে হতে পারে এই বুঝি সেই ভূস্বর্গ।
গারমিশ্চ-পারতেনকিরচেন গ্রামটি মূলত দুটি ভাগে বিভক্ত। একটি গারমিশ্চ ও অন্যটি পারতেনকিরচেন। তবে এই সুন্দর দুটি গ্রামকে ঘিরে অাছে একটি দুঃখজনক ইতিহাসও। অাগে এক থাকা গ্রামটি ১৯৩৬ সালে শীতকালীন অলিম্পিককে ঘিরে মতবিরোধে অালাদা হয়ে যায়।
৫। পামুক্কেল হট স্প্রিংস, তুরস্ক
কয়েক মিলিয়ন বছরে পামুক্কেল গরম পানির জলাশয় সুন্দর একটি ল্যান্ডস্কেপে পরিণত হয়েছে। দেখে মনে হতে পারে জলাশয়ের আশেপাশের জায়গাগুলি বরফের। কিন্তু এই জায়গাগুলি আসলে চুনাপাথর দিয়ে ঢেকে দেওয়া।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮