সুপ্রিয় জানা আপা এবং সন্মানিত সামু মোডারেটর (“গন” ও হতে পারে আমার জানা নেই)
সালাম সহকারে নিবেদন এই যে,
বেশ কিছু দিন হয়ে গেল মাননীয় সরকার সামু ব্লগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সবার প্রতি উন্মুক্ত করে দিয়েছে। এতে যারা সুস্থ্য ধারার লেখালেখিতে জড়িত তারা অনেক আনন্দিত এবং কৃতজ্ঞ।
কিন্তু, আপনারা হয়ত খেয়াল করছেন সামু ব্লগে ডুকতে গেলে ইন্টারনেট ব্রডব্যান্ড দরকার হয়। বাংলাদেশে এখনো কোন টেলিফোন অপারেটর (অন্তত গ্রামীনফোন যেটা আমি ব্যাবহার করি) তাদের প্রদত্ত নেট ব্যাবহার করতে গেলে সামু ব্লগে ঢোকা যায় না। সেক্ষেত্রে নিম্ন প্রদত্ত মেসেজ আসে। আমি বুজতে পারছি না এটা কি একান্ত আমার ফোন ঘটিত কোন সমস্যা নাকি সবাই এই সমস্যা ভোগে যারাই বিভিন্ন ফোন কোম্পানীর ইন্টারনেট সুবিধা নেয়।
এ কথা স্মরন করিয়ে দেয়া মোটেই অপ্রাসাঙ্গিক হবে না যে আমাদের দেশে এখনো ব্রডব্যান্ড সুবিধা অত্যান্ত সীমিত। অধিকাংশ মানুষই ফোনে এখনো বিভিন্ন টেলি কোম্পানীর নেট ব্যাবহার করে। এক্ষেত্রে যদি সরকারী কোন বাধ্যবাধ্যকতা না থাকে তবে অচিরেই ফোন কোম্পানীগুলোর সাথে কথা বলে সামুর এই সমস্যা দূর করানোর অনুরোধ করা গেল। আর এটা যদি একান্ত আমার ফোনের কারনে হয় তবে কোন উপায়ে এই সমস্যা দূর করা যাবে জানালে বাধিত থাকব।
অন্যথায় সামু দেশের মধ্যে সরকারী নিষেধাজ্ঞা উঠে যাবার পরও অত্যন্ত স্বল্প পরিসরে ব্যাবহৃত হচ্ছে যা সামুর মত একটি বৃহৎ মাধ্যমের জন্য অনুপযুক্তও বটে। আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হলে সামু আরো বড় পরিসরে উন্মুক্ত হবে এবং সাহিত্য এবং জ্ঞান চর্চাও বৃদ্ধি পাবে।
পরিশেষে আপনার এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে
সামুর একজন শুভাকাঙ্খী
শের শায়রী
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১