একটা মৃত্যু চাইছি নিজের মতো করে
একটা মৃত্যু চাইছি শুভ্র শীতল ভোরে।
কোন এক লিলুয়া বাতাসের তোড়ে উড়ে যাক প্রান বায়ু
হেমন্তের সকালে শিউলি ফোটাক্ষণে শেষ হোক জীবন আয়ু।
চোখের পাতা বন্ধ হয়ে যাওয়ার আগে যেন দেখতে পাই-
পবিত্র এক দ্যুতিলোক থেকে নিঃসরিত কোন আলোতে
আমার চাওয়া-পাওয়ার হিসেবের খাতা উজ্জ্বল।
চোখ বুজে আমি যখন এই সুন্দর পৃথিবীর
দেনা পাওনা চুকিয়ে পরলোকের পথে-
সে পথ যেন হয় শতবর্ষী গাছের ঝরা পাতার গালিচায় আবৃত।
মেঘ থাকুক সেদিন,
খুব মেঘ করুক- সাদা মেঘ।
সকালের পাখিরা নিজেদের মতই ডাকুক
ডাহুকের দল যখন উড়ে যাবে তখন-
নীলাকাশ যেন শুনতে পাখিদের বিষাদসুর।
একটা মৃত্যু চাইছি নিজের মতো করে
একটা মৃত্যু চাইছি শুভ্র শীতল ভোরে।
আমার নির্বান হবে সবুজ কোন মাঠের এক কোণে
যেখানে সূর্য কিরণ লুকায় বৃদ্ধ বটশাখার ফাঁকে।
নির্বাণ কালে বৃষ্টি হোক, মেঘেরা কাঁদুক
কবরের পাশে জন্মাক নতুন দূর্বা ঘাসের প্রান।
আমার সমাধিপ্রস্তর ফাঁকা পড়ে থাকুক,
সেখানে লেখা হবেনা কোন এপিটাফ।
আমি চাইছি একটা সমধি নিজের মতো
নিয়ম করে নির্জনে কেউ এসে সমাধির পাশে দাঁড়িয়ে
অশ্রুশিক্ত নয়ন নিয়ে রোমন্থন করুক-
সে পড়ুক, তার মনে বাজে যে এপিটাফ।
---------------
-শশী হিমু
২৩.১০.১২
----------------
ছবিঃ
dead_and_despaired
by_mezamero

আলোচিত ব্লগ
হিকমাত কিতাব ও হাদিসকে কোন ক্ষেত্রে মানসুখ বা বাতিল করে, কোন ক্ষেত্রে হিকমাত কিতাব ও হাদিসকে মানসুখ বা বাতিল করে না
সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৭৫
প্রিয় কন্যা আমার-
আজ শুক্রবার। তোমার স্কুল নেই। অথচ আজ তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে বসে আছো। বলছো, মেকাপ বক্স দাও। মাকে মেকাপ করে দিবো। যেদিন তোমার স্কুল থাকে... ...বাকিটুকু পড়ুন
এক প্রবীণ মুক্তিযোদ্ধাকে ইসলামের হৃদয়ছোঁয়া আহ্বান
এক প্রবীণ মুক্তিযোদ্ধাকে ইসলামের হৃদয়ছোঁয়া আহ্বান
প্রিয় যামিনী সুধা,
আপনার নাম আমাদের হৃদয়ে শ্রদ্ধা আর ভালোবাসার এক অমলিন আলো জ্বালায়। একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনি শুধু জীবনের অভিজ্ঞতার... ...বাকিটুকু পড়ুন
তদ্বির বানিজ্যে বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপির নেতা
জনপ্রিয় অনলাইন এক্টিভিস্ট জুলকারনাই সায়েরের এক পোস্ট ভাইরাল হয়েছে গতকাল যেখানে রেলভবনে, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) এর একান্ত সচিবের কক্ষে তদ্বির বানিজ্যে দেখা গেছে এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক ,... ...বাকিটুকু পড়ুন
সাল ১৯৭১ !
বাংলাদেশে গত বছর ৫ই আগস্ট একটা বড়ো ধরণের অভ্যুত্থান হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার খুনে প্রশাসনের রক্ত চক্ষু উপেক্ষা করে ছাত্র জনতা অভ্যুত্থানে যোগ দেয়। যে কোনো ধরণের বড়ো অভ্যুত্থানে পলিটিক্যাল... ...বাকিটুকু পড়ুন