একটা মৃত্যু চাইছি নিজের মতো করে
একটা মৃত্যু চাইছি শুভ্র শীতল ভোরে।
কোন এক লিলুয়া বাতাসের তোড়ে উড়ে যাক প্রান বায়ু
হেমন্তের সকালে শিউলি ফোটাক্ষণে শেষ হোক জীবন আয়ু।
চোখের পাতা বন্ধ হয়ে যাওয়ার আগে যেন দেখতে পাই-
পবিত্র এক দ্যুতিলোক থেকে নিঃসরিত কোন আলোতে
আমার চাওয়া-পাওয়ার হিসেবের খাতা উজ্জ্বল।
চোখ বুজে আমি যখন এই সুন্দর পৃথিবীর
দেনা পাওনা চুকিয়ে পরলোকের পথে-
সে পথ যেন হয় শতবর্ষী গাছের ঝরা পাতার গালিচায় আবৃত।
মেঘ থাকুক সেদিন,
খুব মেঘ করুক- সাদা মেঘ।
সকালের পাখিরা নিজেদের মতই ডাকুক
ডাহুকের দল যখন উড়ে যাবে তখন-
নীলাকাশ যেন শুনতে পাখিদের বিষাদসুর।
একটা মৃত্যু চাইছি নিজের মতো করে
একটা মৃত্যু চাইছি শুভ্র শীতল ভোরে।
আমার নির্বান হবে সবুজ কোন মাঠের এক কোণে
যেখানে সূর্য কিরণ লুকায় বৃদ্ধ বটশাখার ফাঁকে।
নির্বাণ কালে বৃষ্টি হোক, মেঘেরা কাঁদুক
কবরের পাশে জন্মাক নতুন দূর্বা ঘাসের প্রান।
আমার সমাধিপ্রস্তর ফাঁকা পড়ে থাকুক,
সেখানে লেখা হবেনা কোন এপিটাফ।
আমি চাইছি একটা সমধি নিজের মতো
নিয়ম করে নির্জনে কেউ এসে সমাধির পাশে দাঁড়িয়ে
অশ্রুশিক্ত নয়ন নিয়ে রোমন্থন করুক-
সে পড়ুক, তার মনে বাজে যে এপিটাফ।
---------------
-শশী হিমু
২৩.১০.১২
----------------
ছবিঃ
dead_and_despaired
by_mezamero

আলোচিত ব্লগ
যদি এমন হতো.....
যদি এমন হতো....
বিশ্বব্যাপী ক্ষুধা-দারিদ্র-মহামারী, যুদ্ধবিগ্রহের ধ্বংসযজ্ঞে মানুষে মানুষে, দেশে দেশে সকল বৈরীতা ভুলে একটা সুখী পরিবার গঠন করে দুনিটাকে সত্যিকার ভূস্বর্গ করতে...
শুরু হতো বাংলাদেশ থেকে। সব রাজনৈতিক দল মুক্ত... ...বাকিটুকু পড়ুন
নির্বিকার ( কবি দাউদ হায়দার স্বরনে তারি লেখা কিছু কবিতা থেকে উৎসাহিত হয়ে)
জন্মেছি, এও এক ঘটনা মাত্র।
কারও ইচ্ছেতে নয়, কারও অনিচ্ছেতেও নয়।
রক্তের গন্ধে ভরা এক সকালে
আমি নেমে এসেছি, অপ্রত্যাশিত চিৎকারে ।
শহরের ধুলো, গলির বিক্রি হয়ে যাওয়া রোদ,
বাসের পাদানিতে ঝিমিয়ে পড়া শরীর,
সবকিছু দেখেছি।... ...বাকিটুকু পড়ুন
ভারতের পাশে আমেরিকা-ইসরায়েল। পাকিস্তানের পাশে কারা?
গত রাতে ইসরায়েল থেকে ভারতে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র দিয়ে গেছে একটি কার্গো বিমান। তাতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির গাইডেড মিসাইল বিপুল পরিমাণে আছে। এই মিসাইলগুলো অতি নিখুঁতভাবে মেঘ, বৃষ্টি বা... ...বাকিটুকু পড়ুন
ভারত ও পাকিস্তান উভয় সম্পূর্ণ কাশ্মিরের দখল পেতে মরিয়া
ভারত হয়ত এবার যুদ্ধকরেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির দখল করতে চায়। পাকিস্তানও হয়ত যুদ্ধকরেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মির দখল করতে চায়। এমতাবস্থায় ভারতের পাশে ইসরাইল এবং পাকিস্তানের পাশে চীন থাকার... ...বাকিটুকু পড়ুন
সবার কমন শত্রু আওয়ামী লীগ
শেখ হাসিনা সবসময় তেলবাজ সাংবাদিকদের দ্বারা বেষ্টিত থাকতেন। তেলবাজ নেতাকর্মীরাও বোধহয় তার পছন্দ ছিল। দেশে কী হচ্ছে, না হচ্ছে, সে সম্পর্কে তার ধারণাই ছিল না। সামান্য কোটাবিরোধী আন্দোলন উনার পক্ষে... ...বাকিটুকু পড়ুন