দেশ গেসে উল্টাইয়া আগে সাপ্তাহ দুইদিন ঘুমাইতাম আর এখন পাচদিন ঘুমাইতে হয়।
উফফ কি যে পরিশ্রম।


তো যাকগা যা কইতাসিলাম দেশ উল্টাইয়া গেসে তাই ফ্রি ক্লাসও উল্টাইয়া দিলাম। আজকের ক্লাস ফ্রি না। চার্জ দিতে হইবেক।


কি চার্জ কৈতাসি আগে ক্লাসের গুষ্ঠি উদ্ধার করি


আজকের টপিক ব্লগীয় ক্যাচাল।


ব্লগ আর ক্যাচাল দুইটা শব্দ একে অন্যের পরিপূরক সেই সৃষ্টির আদিকাল থেইক্যা


আজাইরা প্যাচাল বন্ধ সিদা টপিকে হান্দাই।
ছোডুবেলায় পড়সিলাম
ক্যাচাল যে করে আর ক্যাচাল যে সহে তব ঘৃণা যেন তারে............?
এক্সেক্টলি। এইডাই কইতে চাইসিলাম।
তয় নতুন ব্লগারদের সহিত ক্যাচালের কোন যোগাযুগ না থাকলেও প্রায়ই নতুনরা এসে ক্যাচালে হান্দায়।
আই মিন পৈড়া যায়।


কোন একটা ক্যাচাল পুষ্টে ভুলেও কমেন্ট করতে যাইবেন না এইটা আমায় আর্নেস্ট হেমিংওয়ে
থুক্কু আর্নেস্ট রিকুয়েস্ট!


বেশীরভাগ ক্যাচালের সুতা অনেক ভিতর থেকে প্যাচ লাইগা থাকে।
যেনতেন প্যাচ না একেবারে হেডফোন টাইপের সুলেমানী প্যাচ!


তাই এগুলা ইগ্নর করাই ব্লগের পরিবেশের জন্য মঙ্গলজনক!


একটা সাবজেক্ট ছিল আমাদের লিডারশিপ বিষয়ে কিছু পড়াশুনা ছিল ঐখানে। কোন ক্যাচাল ঠান্ডা করার প্রাথমিক এবং সবচেয়ে কার্যকর উপায় দেয়া ছিল ইগনোরেন্স।
পাত্তা না দেওয়া।
পাত্তা দিয়া দুই একটা কমেন্ট করলেই ক্যাচালবাজদের পোয়া সোয়া সাড়ে তের।
উহারা ঠিক এইটার জন্যই ঘাপটি মাইরা থাকে।


মূলকথা:
ক্যাচালকে ইগ্নোর করি
সুস্থ সুন্দর ব্লগিং করি
[এইডা কিন্তু সিরিয়াস কথা]
ক্লাস শেষ!
আরে কই যান কৈসিলামনা এইটা ফিরি ক্লাস না।
এই ফাঁকে আরেকটা কথা কৈয়া দেই। কিছুদিন যাবত খিয়াল করলাম
অনেকেই পোস্টে লিখে দেয়
ভালো লাগা, প্লাস, +++ ইটিসি।
কিন্তু তার আগে
এই বাটনটাতে গুতা দেয়ার কথা বেমালুম ভুলে যায়।
আপনি যখন ভালো লেগেছে বা প্লাস লিখেছেন কমেন্টে তার আগে অবশ্যই নিশ্চিত করু ন এই খানে একটা গুতা দিয়েছেন।
আজকের ক্লাসেরও চার্জ নাই এমনিই একটু ডর দেহাইসিলাম।



নারী দিবস নিয়া কোন কথা কি বলব??
নাহ দরকার নাই। মনে মনেই থাক।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১