তুমি আসবে বলে ও এলে না তো
তাই তোমার সাথে আমার এবার আড়ি
আমায় তুমি আর পাবে না
এসে দেখো বাড়ি !
কৃষ্ণচূড়ার রঙে সাজিয়ে ছিলাম মনখানি
ভালোবাসার কোমল আলোয়
সাজিয়েছিলাম ঘরখানি ,
টুকটুকে লাল সিঁদুর মাখা ফুলে
সাজিয়ে ছিলাম ফুলদানি
সেই ফুল গুলো ফিকে হয়ে ,
শনি থেকে বৃহস্পতির প্রহর
আমার বৃথাই কেটে গেলো
তুমি যদি ক
আমি এবার ঘর বাঁধব কৃষ্ণচুড়ার ডালে
বনবীথি,পরম ছায়া তলে ।
ভালবাসার পরশ মেখে মনে
হেসে খেলে সময় কেটে যাবে,
কৃষ্ণের সাথে আমার গভীর প্রণয় হবে ।
কৃষ্ণ প্রেমে কাটবে বাকী জীবন
চিড়ল পাতায় বাঁধটাম বাসর ঘর ,
কালবৈশাখী ভারী বোকা
বুঝে না সে মন কারো ,
এমন মন হারিণী রূপ দেখে ও
গলেনা তার পাষাণ হৃদয় খানি
তাই কৃষ্ণচুড়ার ডাল ভেঙ্গে
করে বাহাদুরী ।
কৃষ্ণচুড়া ও হারমানে না
নতুন করে স্বমহিমায়
উঁচু ডালে ফোটে ,
তার নিসর্গের রুপ এমন ই
রুপ পিয়াসী হৃদয়কে সে টানে ।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫