আমি খুঁজে ফিরি তারে
মনের অন্ধ অলকায়
জোনাকির সাঁঝবাতির মৃগমায়ায়
জোছনার কোমল পরশে
সূর্যের পৌরুষ প্রতাপে
কালবৈশাখের উন্মত্ত সাইক্লোনে ।
আমি খুঁজে ফিরি তারে
উন্মত্ত সাগরের উত্তাল তরঙ্গে
পাহাড়ের উদাত্ত আহবানে
নীল আকাশের শুভ্র সাদা মেঘে
ভোরের প্রথম রাঙা প্রহরে ,
গোধূলির জলমহালে
পাখিদের কলতানে ।
আমি খুঁজে ফিরি তারে
ঐ নীল গিড়িতে ,
কৃষ্ণচূড়ার উঁচু চূড়াতে
ধানের শিষে, পদ্মের হাসিতে
ঘাস ফুলের শুভ্র শরীরে কিংবা
সবুজ ঘাসের শিশিরে।
আমি পাই তোমাকে এদেরই ভিড়ে
ঝলকে ঝলকে দাও দেখা
ধরতে চাইলে যাও লুকিয়ে
লুকোচুরির খেলায় আমায় দাও হারিয়ে
লুকিয়ে পড় আমার হৃদয়মন্দিরে ।
এত কাছে তবু ছুঁতে পারি না
অদৃশ্য জালে আমায় দিয়েছ বেঁধে
আমি দেখতে পাই না তোমায়
এত রঙ ছড়িয়ে তুমি
কোন রঙ-এ আছো লুকিয়ে ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২১