গতকাল এতকিছু হয়ে গেল তাতে অংশগ্রহণ করতে পারি নাই বলে প্রথমেই দুঃখ প্রকাশ করছি ।
আমি অনিচ্ছাকৃতভাবে একটা ভুল করেছিলাম । ভুলটা হয়তো অনেক বড় ছিল । এর জন্য আমার নিজেরও অনুশোচনা কম হয় নাই । আমি ভুলটা সংশোধন করেছি এবং ঠিক করেছিলাম এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাইবো । কারণ, নিজের ভুল স্বীকার করে নিলে বা তার জন্য ক্ষমা চাইলেই কেউ ছোট হয়ে যায় না । বরং যে তা করতে পারে সেই বড় মনের মানুষ ।এ শিক্ষাটা আমি পেয়েছি । আমি ভুল করে লিখেছিলাম কিন্তু আমি জানি যে আমি কাউকে এতটুকু ছোট করবার জন্য ইচ্ছাকৃত ভাবে এটা করি নাই । কারো প্রতি অসম্মান দেখানোর মত মানসিকতাও আমার ছিল না । মানুষ অনেক সময় না বুঝে ভুল করে । আমার বেলাতেও সেটাই হয়েছে । আমি আরো অনেক কিছুই লিখেছিলাম কিন্তু সবাই শুধুমাএ একটি ব্যাপার নিয়েই কথা বলে গেল ।
আমার বাবা বা পরিবারকে নিয়ে অনেকে অনেক কথাই বলেছেন । নিজের বাবা মা কে নিয়ে বলার মত অনেক কিছুই আমার আছে। তাদের দেশপ্রেম নিয়ে গর্ব করার মত অনেক কিছুই আমার আছে । কিন্তু অযথা আমি সেসব প্রসঙ্গ আনবো না । কারণ এখানে যা করেছি আমি করেছি । তাই যা বলার তা আমাকেই বলা উচিত ।
আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে নই বা ছিলাম না । আমি তো 71 এ শান্তি কমিটির সদস্য ও ছিলাম না । আমি 71 এ কিংবা এখন পাকিস্তানের কুকাজের সমর্থন কোনদিন করি নাই । আমি রাজাকারদের সাথে কোন কাজে অংশগ্রহণও করি নাই । ওদের কুকাজকে কোনদিন ভালো ও বলি নাই । যারা এইধরণের নৃসংশ কাজ করেছে তাদের কাজকে কোনদিন খারাপ, জঘণ্য বই ভালো মনে করি নাই । আমি তো প্রতক্ষ্য বা পরোক্ষ কোনভাবে ওদের সাথে যুক্ত নই বা ছিলাম না । কিংবা আমার বাবাও রাজাকার ছিলেন না যে জন্মসূএে আমাকে রাজাকার বলা যাবে । তবে কেন আমাকে রাজাকার বলা হবে???
রাজাকারের সংজ্ঞাটা আমাকে আগে আপনারা বলেন । যারা কাজে কর্মে পাকিস্তানকে সমর্থন করেছে আমি মনে করি তারাই রাজাকার । যারা দেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিল বা চায় তারাই রাজাকার । আমি তো এসব কিছু করি নাই বা সমর্থন ও করি নাই । তবে কেন আমাকে রাজাকার বলা হবে???
তীর্থক আমাকে ক্ষমা চাইতে বলেছেন । রাসেল আমার কাছে ক্ষমা চেয়েছেন কারণ আপনারা আমাকে অযথা গালাগালি করেছেন । আমি তো কাউকে গালি দেই নাই । মুক্তিযোদ্ধাদের প্রতি অশ্রদ্ধাও আমার নাই । তারপরও এখন নিজেকে শুধুমাএ 'রাজাকার নই' এটা প্রমাণ করার জন্য আমাকে ক্ষমা চাইতে বলা হয়েছে । আমি নিজে থেকেই যেটা করতাম সেটাকে এভাবে বলা হলো । এখন আমি ক্ষমা চাইলে সেটা হবে শুধুই নিজেকে রাজাকার নই প্রমাণ করার জন্য । সুতরাং, ক্ষমা চাওয় এখন আর আমার পক্ষে সম্ভব না । কারণ ক্ষমা চাইলেই যে আপনারা আমাকে রাজাকার বলবেন না, এরকম কোন মানসিকতার পরিচয় এখনো আপনাদের কাছে আমি পাই নাই । আমি কি সেটা আমি খুব ভালো করেই জানি । নিজের দেশের প্রতি আমার কতটুকু ভালোবাসা আছে কি নেই তা ও জানি । কারো কাছে আমার সেটা প্রমাণ করার কোন দরকার নাই । কারণ আপনারা সার্টিফিকেট দিলেই আমি দেশপ্রেমিক হয়ে যাব না । মুক্তিযোদ্ধাদের প্রতি আমি কখনো অসম্মান করি নাই বা করতে চাই নাই । এই উপলব্ধিটা এখন আমার ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে । কাউকে এটা বলে লাভ নেঅই বা বলতেও চাই না । নিজের উপর এটুকু আস্থা আমার আছে যে দেশের প্রতি ভালোবাসা আপনাদের চেয়ে খুব বেশি কম হবে না আমার । তাই আপনারা যে যাই বলেন না কেন এতে এখন আর আমার কিছু আসে যায় না । তাই কারো কাছে কিছু প্রমাণ করার ও আমার নাই । কারণ, আপনারা রাজাকার বললেই তো আমি রাজাকার হয়ে যাব না । তাই না???
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৬ রাত ২:০৭