কষ্ট গুলো এমন কেন? কিছু কিছু অদ্ভূত কষ্ট আছে যা কখনো বলা যায় না। কিছু কিছু অদ্ভূত স্বপ্ন আছে যা কখনো কারো সাথে শেয়ার করা যায় না। যন্ত্রণা গুলো এমন যে কখনো কাউকে বলে বোঝানো যাবে না । বোঝানো সম্ভবও না । যা নিজের । যা একান্ত আপনার ।
কিন্তু এসবের মাঝেও আত্মকেন্দ্রিক চিন্তা করা বা শুধুমাত্র নিজের যাতনা-যন্ত্রণা কে প্রাধান্য দেয়া - কেবলমাত্র স্বার্থপর কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষের পক্ষেই সম্ভব ।
সবই জানা আছে । এসব কথা মোটামুটি সবাই জানে । কিন্তু এতকিছুর পরেও বাস্তবতাকে মেনে নেওয়া কি করে সম্ভব । কজন পারে স্বভাবিক ভাবে বাস্তবতাকে মেনে নিতে? কজনা পারে সবকিছু ভুলে গিয়ে, সব স্মৃতি মুছে ফেলে স্বাভাবিক আচরণ করতে?
হ্য়তো অনেকের পক্ষেই সম্ভব হয়তোবা নয় ...
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৫