আমি! এই আমি আমাকেই চিনতে পারছি নে?
মাঝে মাঝে নিজেকে খুব অচেনা লাগে । মনে হয় আমাকে বুঝি আমি জানি না । এই মানুষটার সাথে আগে কখনো আমার দেখা হয়নি । হয়নি কখনো কোন কথা । চেনা হয়নি, হয়নি তাকে জানা ।
ব্যপারটা খুব অদ্ভুত । শুরুটা হয়েছিল কোন এক হেমন্তের বিকালে ।
আকাশ টা ছিল স্বচ্ছ, স্বপ্নময় ।
তখনো আমি বুঝতে পারি নি এই সুন্দর বিকালটাই যে আমার শেষ বিকাল ।
নিজের কাছে এতোটা অচেনা হয়ে যাবো ভাবতে পারিনি ।
চিনতে পারি নি এই আমাকে । জানতে পারি নি আমার আমিত্বকে ।
সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকেই নিজস্ব একটা স্বত্বা দিয়ে পাঠিয়েছেন । সেই সত্বাটা যখন মানুষ হারিয়ে ফেলে তখন আর তাকে চেনা যায় না। বোঝা যায় না । সে তখন ধরা ছোঁয়ার বাইরের জগতে বাস করা শুরু করে।
আমি ও হয়তো আমাকে হারিয়ে ফেলেছি । তাই নিজেকে চিনতে পারছি না । বুঝতে পারছি না । জানতে পারছি না । তাই আমাকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করতে হচ্ছে, আমাকে তুমি অচেনা করো না । আমি হারাতে চাই না। নিজেকে বিলিন করতে চাই না । চারপাশের জগতটাকে অচেনা করতে চাই না । এই আমাকে নিয়েই আমি তোমার জগত টাকে ছুঁয়ে দেখতে চাই ...
আমি অপার হয়ে বসে আছি ওগো দয়াময় ...
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৬