গতকালকের প্রথ মআলোর আজকের সাহিত্য সামিয়ীকিতে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া’র সাক্ষাতকার ছাপা হইছে, যেই সাক্ষাৎকার নিছেন মাসউদ আহমাদ। মাসউদ আহমাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বাংলাদেশ জামাতে ইসলামি ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কর্মী ছিলেন। এখনও তিনি জামাত ইসলামি ও ছাত্র শিবিরের সাথে ওতপোতভাবে আছেন।
প্রথম আলোর প্রায়শই জামাতিদের প্রোমোট করতে চায়, যেমন কয়দিন আগে বাশের কেল্লার কল্পনাশক্তির উপর ভর কইরা হাসনাত আব্দুল হাইয়ের গল্প ছাইপা দিছিলেন তারা।
তো, জামাতের সমর্থন করাকরিতে সমস্যা নাই, যেহেতু জামাত নিষিদ্ধ কোন সংগঠন না; তবে সমস্যা পত্রিকাটার দুই নৌকায় আরোহন প্রচেস্টায়।
তারা যে জামাতবিরোধী এইটা তারা বলতে থাকে নিউজ ট্রিটমেন্ট দিয়া আর ফিচার করে জামাতীগোরে লগে নিয়া।
হেফাজতিদের হাতে ছাইড়া দিয়া তাদেরকে শিক্ষা দিতে হবে।
হেফাজতিদের বইলা দিবো- প্রথম আলোরও ব্লগ আছে। তাইলেই হবে।