রাজ্যের সাধারণ লোকেরা পানির অভাবে দিন কাটাচ্ছে...কোথাও পানি নাই, অনেকেই পানির অভাবে মারা গেছেন, এমন সময় রাজা সপ্নে দেখলেন তিনি যদি একটা দিঘি খনন করেন এবং সেই দিঘির মাঝ খানে যদি তার ছোট ছেলেকে রাখে আসেন তাহলে দিঘি ভর্তি পানি হবে...।রাজা মহা চিন্তায় পড়লেন...। তার পরেও রাজ্যের লোকেদের জন্য একটা দিঘি খনন করে সেই দিঘির মাঝখানে একটা ঘর বানায় ছেলেকে রাখে আসলেন, এবং সেইদিন রাতেই দিঘি ভর্তি পানি হয়ে যায়।
গল্পটা কতটুক সত্য যানিনা, তবে রাম সাগর নিয়ে এমন অনেক প্রচলিত গল্প আছে।
একটু আগে যে গল্প বললাম সেই গল্পের রাজার নাম রাম নাথ। দিঘির নাম রাখা হয় রাজার নাম অনুসরন করেই, রাম সাগর
দিনাজপুর শহর থেকে ৮ কি:কি দূরে তেজপুর গ্রামে এই রাম সাগর। বলা হয়ে থাকে বাংলাদেশে সবচেয়ে বড় মানুষের তৈরি দিঘি।
রাম সাগর চওড়ায় ১০৭৯মিঃ উত্তর থেকে দক্ষিণ, আর ১৯২.৬মিঃ লম্বা পশ্চিম থেকে পূর্ব ।
বলা হয়ে থাকে ১৭৫০ সালের মাঝা-মাঝি তে এই দিঘি খনন করা হয়েছে। ওই আমলে এই দিঘি খননে কয়েক হাজার লোক লাগে এবং খরচ পড়ে ৩০হাজার টাকা।
এখন রাম সাগরে গেলে একটা ছোট চিড়িয়া খানাও দেখতে পাবেন। থাকার জন্য রেস্ট হউস আছে।
সময় পেলে ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে...।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৩