জিহবায় ট্যাটু !!

এই লোকটিকে চিনতে পারছেন কি!!?

ট্যাটুই বলে দেয় 'জোকার' চরিত্রটা কতটা জনপ্রিয় করে রেখে গেছেন হিথ লেজার (RIP)
অ্যালিয়েন পৃথিবীতে এসেছে ট্যাটুতে ভর করে!
মিছা কথা কমু না! কালো মেহেদীতে করা ট্যাটুটা আমার পছন্দ হইছে :#>
ট্যাটু হয়ে চেপে বসেছেন ওবামা !!
চমৎকার একটা ট্যাটু! হাতের উলটোপিঠে
গ্রিজলি ভালুক!! ট্যাটু আর্টিস্টের প্রশংসা করতেই হয়
হুম! যা ভাবছেন তাই ! হাঙ্গরের পেটে অর্ধেক হাত হারিয়ে হাঙ্গরেরই ট্যাটু করেছেন এই ব্যক্তি

ইয়াক!!

পশ্চাতদেশে যখন এঁটে যায় পুরো বিশ্ব !! :!>
ইনি টপটেরর কাঁটাতার-মিজান !!
আর্টিশ বাইজান ব্যাফুক অ্যানাটমির জ্ঞান খাটাইছেন... মাঝখান থাইকা দড়ি দিয়া জোড়া দিসেন !

অসুস্থ !!

চ্রম হইছে ! এক্স-রে ভিশন
উপ্পস ... সো হট ! :!> (মুখ ফইস্কা বাইর হইয়া গেসে)
এ ভাইজানের মাথায় সমস্যা আছে নিশ্চিত ! নাইলে নিজের মুখটারে...
টেকো ব্লগার গণ শিক্ষা নিতে পারেন, হেয়ার ট্রান্সপ্লান্টের বদলে ট্যাটূ...
এত পেচাল পারলাম ... নিজের ট্যাটুর ছবিটা না দিলে কেমনে হয়


সবশেষে একটা কথাঃ
হয় প্লাস/মাইনাস ফেরত চাই, নয়তো লাইক/ডিসলাইক বাটন চাই
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৫