রেডি,ওয়ান টু থ্রী,পাইলাম একটা বিড়ি।
বিড়িতে নাই আগুন,পাইলাম একটা বাগুন।
বাগুনে নাই বিচি,পাইলাম একটা কেচি।
কেচিতে নাই ধার,পাইলাম একটা হার।
হারে নাই লকেট,পাইলাম একটা পকেট।
পকেটে নাই টাকা,কেমনে যামু ঢাকা?
ঢাকায় নাই,গাড়ি,কেমনে যামু বাড়ি?
বাড়িতে নাই ভাত,দি,,,,,,,,,,
,,,,,,,,,, হাই স্কুল বন্ধ।
হাই স্কুলে যামু না,বেতের বাড়ি খামু না।
বেত গেলো ভাইন্গা,মাস্টার দিলো কাইন্দা।