আমি, আঁধারের ব্যাক্তিগত অহংকার ।
আমি , বৈরাগ্যের ভ্রান্তি
------------------ অসম্পূর্ণ ছায়ামাত্র!
আমি ব্যাথিত , ব্যর্থ নই।
---------------- এখনো আকাশ দেখি
------------------------ এখনো সূর্য দেখি !
আমি রৌদ্রের মতো অভিকর্ষহীন ,
---------------------অনুভূতিহীন নই।
আমি ,
একটা অদ্ভূত পৃথিবীতে বাস করি , এখানে ধার করা বিশ্বাস বাতিঘরের একাকীত্বের মতোই শূণ্য।
তোমাদের পৃথিবী -
কল্পনা , স্বপ্ন !
মুগ্ধতা , বিষণ্ণতা !!
অন্তহীন নীল , অতল !
প্রেম , ভ্রম !!
তারপর আমার কবিতার মতো,
কাটাকুটি ।
আহা , এতে আমি আহত নই !