ব্লগে একাউন্ট খোলার তিন বছর হয়ে গেলো ! বিশেষ কিছু কি? কিন্তু যখনই মনে হলো আহা , কত শত স্মৃতি , ভালোলাগা মন্দলাগা সর্বোপরি মনের ভিতরে কিছু কথা জমেছে , কিছু অনুভূতির জন্ম হয়েছে যা ব্লগে না আসলে হতোই না , জীবন ধারণের পদ্ধতিটাও অন্যরকম হতে পারতো , ব্লগে এসে যখন কিছুদিন আগে দেখলাম ২ বছর ১১ মাস তখনি বুঝলাম মানুষ বর্ষপূর্তি পোষ্ট কেন দেয়!!
ব্যাক্তিগত নীল ডায়েরীতে লিখে রাখি আমার কিছু কথা , কিছু ভালো লাগার কথা ! কোন এক দিনের বিকেলে স্কুলের এক বন্ধু তার ব্লগের লিখা শেয়ার করলো ফেসবুকে , পড়লাম মন্তব্য করতে গিয়ে দেখি একাউন্ট খুলতে হবে , স্বপ্নবাজ অভির জন্ম সেদিন হয়েছিল। ৭ দিনের অপেক্ষার প্রহর কাটতে কাটতে ভুলে গেলাম ব্লগের কথা ! দেখতে দেখতে পার হয়ে গেল ১০ মাস , চিরচেনা গন্ডির ভিতরে থাকা জীবনের চড়াই উতরাই আসলো , একটা সময় প্রচন্ড হতাশায় সময় কাটতে লাগলো , ক্লাস ভালো লাগেনা, লেকচারে মন বসেনা ! এমনি এক সময় আবার ফেসবুক থেকে আরেকটা লিঙ্ক ধরে চলেে এলাম সামহোয়্যার ইন ব্লগে !
এবার আইডী খুলতে গিয়ে দেখি সপ্নবাজ অভি নামে নিচ্ছেনা , নিজেই তো দখল করে রেখেছি ! স্বপনবাজ নামে খুললাম , শুরু হলো ব্লগ পড়া , সেদিন টুকিঝার " সাবালিকার মৃত্য" পড়ে মুগ্ধ হয়ে ছিলাম , কবি শহীদুল রীতিমত ঘোর লাগিয়ে দিলেন !
প্রেমে পড়ে গেলাম ব্লগের !!
তারপর রোজ নিয়ম করে আসি , লগইন করি , মন্তব্য করতে পারিনা , কিন্তু সব পোষ্ট পড়া হয়ে যায় , তখন অদ্ভূত এক জীবন যাপন করছিলাম ! বড্ড অন্ধকার সময় ছিল বটে , ব্লগ হয়তো আমাকে অনেক খারাপ কিছু থেকে বাচিয়ে দিয়েছে ! ছয় মাসের মত ওয়াচে ছিলাম , সেই সময় বুঝলাম এখানে আইডি কে , নিক বলে !! কিভাবে মন্তব্যের জবাব দিতে হয় , কারা কেমন লেখে , একটা আইডিয়া হয়ে গেল , আমি(স্বপনবাজ ) ওয়াচে থাকা কালীন সময় টা সম্ভবত বাংলা ব্লগের একটা ক্রান্তিকাল ছিল , প্রচন্ড অসুস্থ ক্যাচাল , আক্রমণ , নোংরা পালটা আক্রমণ , আদর্শের প্রচার হতো বিশ্রী নোংরা ভাষায় , আস্তিক নাস্তিক ক্যাচাল তো আছেই , সবই দেখি , কিছু বলতে পারিনা , ব্লগীয় রাজনীতির অলিগলি তখনই ঘুরে ফেলেছি
তারপর একদিন দেখি সরাসরি সেইফ ! সেদিন ব্লগে তুমুল ক্যাচাল , বিখ্যাত আসিফ মহিউদ্দিনের এক পোষ্টে ক্যাচাল , অনেক ভেবে চিন্তে বিশাল একটা মন্তব্য( প্রথম ) করলাম , জনাব জবাব দিলেন না !!
তারপর মাঝে মাঝে পোষ্ট লিখি , মুগ্ধ হওয়া ব্লগারদের মন্তব্য করি !
শুরুর দিকে আমার নিয়মিত পাঠক কবি শহীদুল আর স্বর্ণা আপু । যাই লিখি ওনারা আসতো , ধীরে ধীরে ব্লগে লোকজন আসতে লাগলো ! জীবন যাপনের স্টাইল টা বদলে গেলো , আগে ডায়েরীতে লিখতাম এখন ব্লগে লিখি , ব্লগ পড়ে হতাশার সময় টা কেটে গেল নিমিষেই , সময় তার বেদনায় হাত বুলিয়ে দেয়, আবার পড়াশোনায় মন দিতে হয় ! সামহোয়্যার ইনের কাছে অভি কৃতজ্ঞ , বড্ড দুঃসময়ে পাশে থাকার জন্য !
ফেসবুকে নাম স্বপ্নবাজ অভি অনেক আগে থেকেই (ব্লগে আসারো অনেক আগে ), মেহেদী হাসান মানিক ভাই প্রথম আমার ফেসবুকে যোগ হলেন , প্রথম ব্যাক্তি যাকে আমি চিনিনা , ধীরে ধীরে ব্লগাররা যোগ হতে লাগলো !
একদিন রুশান সম্পর্কিত একটা পোষ্ট দেখে কিছু একটা হেল্প করার সম্ভাবনা দেখে যোগাযোগ করলাম আমিনুর রহমান ভাইয়ার সাথে , পেলাম কিছু পাগল বড় ভাই, বন্ধু ! সম্পর্ক গুলো এক সময় ভার্চুয়াল গন্ডি ছেড়ে ব্যাক্তিগত , পারিবারিক হয়ে গেলো । আমাদের জোছনা বিলাস , দশ মিনিটের নোটিশে দেশের এ প্রান্ত ও প্রান্ত ঘুরে বেড়ানোর স্মৃতি গুলো বড্ড চিরসবুজ !
দেখতে দেখতে ১০ মাস হয়ে গেলো , আরেক বিকেলে ভাবলাম গুগল করে দেখি তো স্বপ্নবাজ অভি লিখলে কি আসে , গুগল আমাকে সেই আগের খোলা একাউন্ট দিলো , ইউ আর এল থেকে ইউজার নেম আর ডিফল্ট পাস ট্রাই করতেই পেয়ে গেলাম আরেকটা নিরাপদ ব্লগ নিক ! স্বপনবাজ নাম টা কেমন না , অন্যদিকে মাত্র পরিচিতি পেতে শুরু করা স্বপনবাজ !
সবাইকে জানিয়ে একটা পোষ্ট দিয়ে চলে এলাম এই নিকে ! এই নিকের বয়স তখন ২ বছরের উপরে , পোষ্ট তিনটা , দেখা হয়েছে ১০ বারের মত! তারপর থেকেই এই নিক থেকেই ব্লগামি , সেই নিকে ১ মাস পড়ে গিয়ে ১ বছর পূর্তি পোষ্ট দিলাম , তারপর সম্ভবত আরেকটা পোষ্ট দিয়েছিলাম দুষ্টুমি করে , প্রিয় স্বপনবাজে আছে আমার নিজের প্রচন্ড আবেগ দিয়ে লেখা কিছু লিখা !
সামুর সাথে এক বছর সাথে শেষ পোষ্টের খাওয়া দাওয়া ! আর গল্পকথায় কোন এক নিলিমার অতৃপ্তি !
জলছাপ মেপে সুর সন্ধানে নাবিকের চোখ!
চিঠিঃ সহস্র মাইল দূর থেকে চন্দ্রাহত প্রেমিক !!!!
একটি অসমাপ্ত চিঠি !!
ছোটগল্প ঃ পাখিদের স্নিগ্ধ কন্যা!
হীম বাতাসে আর্তনাদ !
ঘুরে এলাম বান্দরবন , সেন্টমার্টিন আর ছেড়াদ্বীপ : ছবি ব্লগ
কুয়াশার ওপারে মায়াবিনী তুমি ....
এই নিকে ব্লগিং করছি মূলত বিগত ১০ মাস কিংবা এক বছর ! মূল ব্লগিং বয়স স্বপনবাজের বয়সের সমান !
এই পথচলায় অনেক কিছুই দেখেছি , অনেক প্রিয় লেখককে হারিয়ে যেতে দেখেছি , কেউ তো যাওয়ার সময় পোষ্ট শুদ্ধ নিয়ে গেছেন! ফারাহ দিবা জামান আপুকে মিস করি , বলে রাখা দরকার তার কবিতা প্রচন্ড মিস করি , একই সময়ে হারিয়ে যাওয়া নীলাঞ্জনা , নীল ফড়িং ওদের লিখা ভালো লাগতো !
নিজের ভালোলাগা লিখাগুলো থাকুক না একসাথে , হয়তো কিছুটা বুঝা যাবে কেমন কেটেছে বিগত সময়গুলো !
কবিতাঃ
জলতরঙ্গ থেকে জন্ম নিচ্ছে সাতাশটি অলীক ঘোড়া ...
প্রিয় কবি শহীদুল এর এই কবিতাটি পড়তে আমি মাঝে মাঝেই তার ব্লগে যাই ,
বকুলের ঘ্রাণরেখা ধরে চলে যাব দৃশ্যান্তর ।
নিঝুম দ্বীপের হে বিষণ্ণ সিগ্যাল -
আত্মস্থ করে নাও উড়াল মানচিত্র !
প্রত্নডানায় ফেলে যাব বিস্মৃতির বালিয়াড়ি
একটি সমুদ্রবীক্ষনযন্ত্র
অজস্র চুলের ফিতা ,
হাওয়ার নাকফুল , দোদুল্যমান !
সে এক তীব্র দোলাছালের কবিতা , ফিরে আসা , হারিয়ে যাওয়ার উপাখ্যান !
আমাকে টানে গূঢ় অন্ধকার!
টুকিঝা লিখেছেন
-আজ পূর্ণিমা!
জ্যোৎস্নাবীর নূপুরে জ্যোৎস্না সন্ধি! জ্যোৎস্নার বন্যায় ভিজতে ভিজতে সে ভাবছে এরকম জ্যোৎস্নাময় রাতে তাঁর মৃত্যু হলেও ক্ষতি নেই!
জোছনা , পূর্ণিমা আর অন্ধকারের সেই সব অনুভূতির কি প্রকাশ !
আটাশ তলা টাওয়ারের একটি স্বচ্ছ কাঁচের ঘর থেকে।
ইনকোগনিটর এই লিখাটি পড়েছি আর ভেবেছি !
যদি লিখি পোস্টবিহীন খামে, তারপর এই আটাশ তলা টাওয়ারের স্বচ্ছ ঘর থেকে
আমি একটা বার ভূমির দিকে তাকিয়ে
অতঃপর টের পাই
অ্যান্টিগ্র্যাভিটি; যা কোনদিনও অনুভব করা হয়নি
আজকের আগে, LSD এর প্রভাবে
আর কথারা ভারী হয়
___________ক্ষণে ক্ষণে
______________তারপর ওরা ঝরে যায়
______________________ওরা পড়ে যায় টুপ করে
আশার কথা বলি
রেজওয়ান তানিম ভাইয়ের এই কবিতার লাইন গুলো বেশ প্রিয়
ওরা উন্মত্ত জ্যান্তব! ওদের সলাপরামর্শ কামড়ের প্রক্রিয়া নিয়ে। বিমর্ষ তোমার চোখে আর্তির
ভাষা, খুব স্বাভাবিক একবুক আতঙ্ক- জলাতঙ্ক কিংবা মৃত্যু রোধের আগাম প্রস্তুতিটুকু!
তার দর্শনে তিনি আশার কথাই বলেছেন !
আমার ক্ষমতা শুধু তোমাকে বপিত করে দেহে উঠা
বুলবুল কবি সোনালী ডানার চিলের সব কবিতাই আমার প্রিয় !
এই কবিতার প্রিয় লাইনগুলো হচ্ছে
গোপনে যে খেলা চলে তোমার আমার
অবিরাম যে সুখে পাথর আকাশ
আমার ক্ষমতা শুধু তোমাকে বপিত করে দেহে উঠা, কেমন যেন
প্রাণী প্রাণী ভাব আর শীত শীত কাঁপন
তাই ঢাকতে দাও আমার উরত আচ্ছাদনে, শালিক চোখের বৈরি চাহনি থেকে
নিজস্ব মেরুতে-
আমিও হেমলক চিনি!
জ্যামিতিক কবি ৎঁৎঁৎঁ অর্থাৎ ইফতি ভাইয়ের ত্রিভুজ কবিতা গুলো বেশ লাগে , এই কবিতার কিছু লাইন গেথে গেছে !
আমি পৃথিবীর সব সমুদ্রের বুকে
পা রেখে বলেছিলাম-
যদি সবুজ নিষিদ্ধ কর-
তবে সক্রেটিস স্বাক্ষী- আমিও হেমলক চিনি!
মরে গেলে কবরে কেউ ফুল দিও না !
গ্লিওসিন অথবা গ্লসিয়ার ! প্রিয় কটা লাইন বুদ করে রাখে
অনন্ত সার্কাস ,
বিষণ্ণ বাঘ, ট্রাপিজের
তারে ঝুলন্ত আমরা!
ধুলোময় ভাঁড়ের পোশাকে
একা অভিনয় করে যাওয়া।
।। এখনো তোমারই আছি
বৃতির গল্পের চেয়ে কবিতার ভক্ত আমি! এই কবিতার প্রিয় কটা লাইন
অবরোধে বিক্ষোভে আছি, যুবকের দৃঢ় চোয়ালের খাঁজে,
একশ'চুয়াল্লিশ ধারায়, মিলিটারি বুটে আর হতাশ স্থাপত্যে, অস্থির ধূলোয়,
রাজপথের অবিচল নৈবেদ্যে আমি আছি।
আমাকে কবিতায় রাখো, হৃদয়ে না রাখো, বাক্স- পেঁটরায়- ঝাঁপিতে
ডালাবন্ধ পুরনো গন্ধের সাথে, নিদেনপক্ষে দু'ছত্রে কোন অক্ষরবৃত্তে-
ভরা ভাদরের পুর্নিমায় সেই অলস অর্গল খুলে
সুর তোলো বাঁশিতে, আমাকে বাজাও।
অ-কথার স্তুপ
কবি দুর্জয়ের অ-কথার স্তুপের নীচে চাপা পড়েছিলাম , মুক্তগদ্য কি জানিনা , তবে পড়ার সময় ব্যাঞ্জনা টা বেশ উপভোগ্য !
অ কথার স্তপ থেকে প্রিয় লাইন আনতে পারছিনা , সবই প্রিয় !
আমার মতামত অনেকটা এমন
সমুদ্র শ্বাসে নদীতীরের জ্যোৎস্না গায়ে মেখে জ্যোৎস্না গন্ধী শরীর নিয়ে, পাইপের বনে ইচ্ছে বিলাসের ফর্দ খুলে, হাওয়ায় ভেসে প্রেমিক হয়ে যাই কবিতা লিখতে , চটি জুতা খসিয়ে, চোখের ভিতরে স্বপ্ন বুনে!
জাগতিক রাত্রিবিলাস শব্দঝড়ে, রাত্রিকালীন বিষাদের সুরের স্পন্দনে অতীত যখন চুমু খায় , শীতার্ত যন্ত্রনা আজরাইলের আগমনের বিড়ম্বনা আরা আজন্ম পাপে আমার বারবার মরে যাওয়া !
অন্তহীন নীলে যাপিত দিনলিপি ফেলে দিয়ে , বৃত্তবন্দী সময়ের ঘোরে মৃত্যু-অপেক্ষা , জীবন উপেক্ষার গানে লিখে রাখে আকাশ সম ক্যানভাসে জীবনবোধের ক্ষুদ্রতার ছায়ারেখা ! জাগতিক বেদনা লুলিয়ে গেলে আকাশ জুড়ে কেবল থাকে প্রেমিকার চুল !!
অ- কথার স্পন্দনে মুখরিত হয়ে ছিল কিছু দৃশ্যপট !
ষাণ্মাসিক পৃষ্ঠা এবঙ...
আহমেদ আলাউদ্দিন এর এই কবিতাটার কয়েকটা লাইন
স্মৃতিবিনাশী নদী
কবে থেকে সেই
জলের ধারায় গড়িয়ে
বিস্মৃতির পলিতে
তোমাদের নগর
প্রকাশ্যে অথবা নীরবে!
মধ্যরাত এখন আমার জানালায়
অদৃশ্য ! কোথায় যে অদৃশ্য হয়ে গেলেন !
জেগে ওঠা রাত্রিতে তুমি শিখাও শব্দের কাম
শূন্যতার সঙ্গম
সেইসব উত্তপ্ততায়
আমাদের অস্থি মজ্জা জ্বলে গলে গেলে শূন্যতায় ভাসে কালের শিৎকার
আমরা বহমান হলে জল নিয়ে খেলা করি
শূন্যতার বুকে মুহূমুহু চুম্বন করি
প্রতিজ্ঞা, প্রতীক্ষা ও সাতটি অমরাবতী
আমি ময়ূরাক্ষীর এই লিখাটা অসম্ভব মুগ্ধপাঠ্য ছিল ! এখনো পড়ি
কথা দিয়েছিলি, আমার বিষাদবেলার শেষ পত্রটিতে এঁকে দিয়ে যাবি কিছু সিঁদূরে রঙ আনন্দ রক্তজবা। আমার চোখে রুধে দিবি বিষন্নতার আনাগোনার সূরের তোরণ।হাজার বছরের নিদ্রিত গাংচিল। ঘুমিয়ে পড়ার আগে এঁকে দিয়েছিলি আমার গ্রীবায় তোর শ্বাসগন্ধরেখা উল্কীচিত্র। আরও দিয়েছিলি রৌপ্য কাজলদানী। সে কাজল মেখে আমি হলাম ত্রস্তা হরিণী। মায়াবনের হরিণ, ভগ্ন পণ, গহন স্বপন, চঞ্চলিনী।আশাহীন, বাঁধাহীন!
গল্পঃ গল্পকারদের মাঝে খুব অল্প কজনের গল্পই পড়ি , আলস্যে গল্প পড়ার কাজটা করা হয়না , প্রিয় কিছু গল্পের কথাই বলবো !
সন্ধ্যের মত অন্ধ
হাসান মাহবুব ভাইয়ের সব গল্পই মুগ্ধতা নিয়ে পড়ি , বের হই থ হয়ে ! ওনার থ্রিলার , লেখার স্টাইল , বক্তব্যের ধরণ , অন্তর্নিহিত বক্তব্য ওনাকে নিজস্বতা দিয়েছে !
গল্প - ফাঁদ
মাহমুদ০০৭ , অনেক যত্ন নিয়ে গল্প লিখেন , আমি পড়ি , পড়ে বলি মানুষ কেমনে লিখে !!
চিন্ময়
মাক্স যে কোথায় হারালেন ! এই গল্পটা পড়ে আমি তার ভক্তের খাতায় নাম লিখিয়েছিলাম !
ম্যাগনোলিয়া, ছড়াও সুধা মন মধুপে!
মামুন রশিদ , গল্পের প্লট খুঁজে ফেরেন দেশ জুড়ে , নানা অসঙ্গতির কথা গল্পের ছলে বলাটা বেশ লাগে , এই গল্পটা প্রিয় তেমনি কারণে !
( কল্প-গল্প ) --- কৃত্রিম মা ও অকৃত্রিম মাতৃপ্রকৃতি
শান্তির দেবদূত , কল্প জগতের সাথে মানবতার এক অদ্ভূত মিশেল ঘটান তার গল্পে !
তার চোখে দেখি নীল আকাশ
বড় গল্প গুলো সাধারণত এড়িয়ে যাই , অপর্ণা আপুর এই গল্পটি টেনে ধরেছিল তাই এটাই প্রিয় ! আপুর কাছে আমি নানা ভাবে কৃতজ্ঞ , বানান সতর্কতা এসেছে তার অসংখ্য ভার্চুয়াল উষ্টা খেয়ে
ছোটগল্পঃ সুবহে সাদিক
সাজিদ উল হক আবির , একদিন ঠিকই অটোগ্রাফ দিবেন !
প্রফেসর শঙ্কুর ব্লগে গিয়ে কনফিউসড হয়েছিলাম , আলাদা করতে পারছিলাম না , জানিয়ে রাখি উনি লিখলে আমি পড়তে বাধ্য , এ তালিকায় জুলিয়ান সিদ্দিকী , অলস গল্পকার শাহেদ খান , আদনান শাহরিয়ার , কবি অরুদ্ধ সকাল , সকাল রয় ভিয়েনাস , সায়েম মুন এনারাও আছেন !
ব্রিজরক্ষক
নাজিম-উদ-দৌলা ভাইয়ের এই গল্পটা বেশ উপভোগ করেছি !
কোন মায়াজালে বেঁধেছো...
সমুদ্র কন্যা আপুর এই মায়াময় গল্পটা বেশ লেগেছে !
অ’স’ফ’ল’ আর এ’কে নিয়ে একটা সরল গল্প : নিষ্ঠুর ছেলেমানুষি
সোনাবীজ ভাইয়ের এই গল্পটা আমার কাছে মনে হয়েছে ত্রিমাত্রিক এক নির্মান !
ফিচারধর্মী কিছু ভালোলাগাঃ
ইনসেপশনে স্বপ্ন বাস্তবতা অথবা অদৈতবেদান্ত, ACIM প্রসঙ্গ - সুত্রধর
ডোগনঃ উপাসনার আড়ালে মহাজাগতিক প্রজ্ঞা!! - কুনোব্যাঙ
স্বপ্নের অপার রহস্যময় জগতে স্বপ্নবাজ-স্বপ্নহীন, সবাইকে স্বাগতম ! - দিকভ্রান্ত*পথিক
ফিচারঃ The Kelpies- মিথ ভাস্কর্য। - কাল্পনিক_ভালোবাসা
চড়া দামে কেনা পৃথিবীর সব ছবিরা --- মানি হ্যাজ নাথিং টু ডু উইথ আর্ট ! - আহমেদ জী এস
ক্যাটি পেরির ডার্ক হর্স গানটির সম্পর্কে একটি তাত্ত্বিক পর্যালোচনা - কান্ডারী অথর্ব
রহস্যময় পার্বত্য যোদ্ধাদের দেশ নাগাল্যান্ড - কান্ডারী অথর্ব
ক্রুসেড এর সব পথ চলেছে কেয়ামত এর পথে - দশম এবং শেষ পর্ব - কান্ডারী অথর্ব
ইয়েলো জার্নালিজম,মিডিয়ার মাইক্রোফ্যাক্টরিয়াল স্যালাইন,মুক্তচিন্তার শৃঙ্খলঃধারা-৫৭,সাম্প্রতিক অনলাইন এক্টিভিজম এবং কিছু কথা... - মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)
♣"কৌটিলিয়ম অর্থশাস্ত্রম"♣ - আরজুপনি
ভালোলাগার পোষ্ট গুলো একসাথে করতে গিয়ে মনে হলো কতকিছু বাদ রয়ে গেল ! সামহোয়্যারইন ব্লগ আসলেই এক জীবন্ত লাইব্রেরী ! ব্লগের সাথে দুই বছর কিংবা নিক খোলার তিন বছরের এই সময়ে এসে মনে হচ্ছে এই ব্লগ জীবনটাই বদলে দিয়েছে , কিছু মানুষ আত্বার সাথে মিশে গেছে! ব্লগ থেকেই পেয়েছি বিশেষ কিছু , বহু আরাধ্য অনুভূতি !
তাই কৃতজ্ঞতা জানাতে কার্পন্য নেই !
ব্লগে এখন পাঠক নেই , মন্তব্য নেই , কারো কারো মতে আগের মত সমৃদ্ধ লেখাও নেই ! কেন নেই ?
ভালো লেখা এখনো আসে , পাঠকের রুচির ভিন্নতায় , ব্লগীয় মিথস্ক্রিয়ার নানা দিকে সেগুলো নজর এড়িয়ে যায় ! কেউ ব্লগ ছেড়েছেন অভিমানে , কেউ ব্যাস্ততায় , আবার নতুন কেউ এসেছে , কেউ ক্যাচালের ভয়ে আসেন না !
কেউ ব্লগে আসে পড়তে , লিখতে ! কেউ আসেন ক্যাচাল করতে , কেউ আসেন মজা করতে, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ।
ব্লগের এই মরাদশা কেটে যাবে আশা করি , এখন বেহুদা ক্যাচাল নেই ,মানসিক বিকৃত গালাগালি নেই ,মাল্টি দিয়ে হিট বাড়ানোর প্রচেষ্টা নেই , অযথা কমেন্টের ঘরে চ্যাটিং নেই ! এখনি তো সময় সুস্থ ব্লগিং এর , যারা ক্যাচাল আর গালাগালি দেখে ব্লগ ছেড়েছে তাদের ফিরে আসার এটাই সময় । অনেক পুরাতন শ্রদ্ধেয় ব্লগাররা এসে রেসপন্স পান না বলে আবার হারিয়ে যান , নতুনদের সাথে পরিচিত হবার সময় টা দিলেই যথেষ্ট । ব্লগে এখনো অনেক ভালো লেখা আসে , খালি নিজের পরিচিত গন্ডির লেখা খুঁজে না পেলেই ভালো লেখা নেই কথাটা বলা ঠিক না , ব্লগে এখন যারা আসে তারা শুধু লিখতেই আসে , এইজন্য সম্ভবত ব্লগের শান্ত ভাব টা !
এই জায়গাটা অনেক সম্ভাবনার , অনেক কথাই বলা যায় ।
অনেকেই বলে থাকেন সাহিত্য মূল ধারার ব্লগিং এর ভিতরে পড়েনা , ব্লগিং হবে সমাজের অসঙ্গতি , নানা সমস্যার আলোচনার জন্য !
কেন ভাই গল্প কবিতায় কি সেসব আসেনা , বরং অন্য যে কোন কিছুর চেয়ে গল্প কবিতাই ইতিহাসে প্রভাব ফেলেছে পরিবর্তনের জন্য !
এই দীর্ঘ সময়ে যারা আমার সাথে ছিলেন , নানা সময়ে সবার কাছে কৃতজ্ঞতা ! সারা জীবন ব্লগিং করা যদি সম্ভব হয় তাই করার ইচ্ছে , ব্যাস্ততার ফাকে ঘন্টা দুয়েক সময় কিন্তু চাইলেই বের করা যায় !
সবাইকে অসংখ্য শুভেচ্ছা !
নিজ দায়িত্বে মিষ্টি খেয়ে নিয়েন !