ফেব্রুয়ারী শীতের বিদায় আর বসন্তের আগমনের এই সন্ধিক্ষণ ধারণ করা বাঙালীর অনেক সাধনার , গৌরবের মহিমান্বিত পবিত্র মাস ! ফাল্গুনের আগমনী বার্তা , আমাদের পূর্ব পুরুষের বুকের রক্তে রঞ্জিত প্রিয় অক্ষরমালা , ভালোবাসার বিশেষায়ন আর মাসজুড়ে বাংলা একাডেমীর প্রিয় বইমেলা সব মিলিয়ে মাসটা যেন শুধু কবিদের ই ! ব্যাক্তিগত ব্যাস্ততায় এই ব্লগের কবিতা প্রেমীদের জন্য তিন মাস বিরতি দিয়ে আবার কাব্যিক ভ্রমনের গাড়ি চালু করার জন্য এর চেয়ে ভালো সময় আর হতেই পারেনা !~ কবিতা ধারণ করে সময়কে , কবিতা ধারণ করে কবির আবেগ , কবির ভাবনা আর সমসাময়িক চিন্তা চেতনা ! ফেব্রুয়ারী মাসের নানবিধ উৎসবের আমেজে কবিদের কলম ই বা কেন থাকবে থেমে! কমাতে চেয়েও তাই প্রাথমিকভাবে রাখতে হয়েছে ৮৪ টির মত কবিতা ! সর্বশেষ কাব্যিক ভ্রমনের আদলেই এবারের কবিতার ঘর সাজিয়েছি। কবিতা সব সময়ই দুর্বোধ্য , কবির ভাবনা পুরোপুরি বুঝে ফেলা রিতীমত অসম্ভব সেই হিসেবে বিভাগায়নে দুর্বলতা থাকতে পারে , প্রতিটা বিভাগে প্রকাশের তারিখের ক্রম অনুসারে সিট পেয়েছে কবিতাগুলো ! কথা না বাড়িয়ে কাব্যিক ভ্রমন শুরু করা যাক !
প্রথমেই কবিদের প্রেম অনুভূতির মিশেলে কিছু প্রেমের কবিতা , আমরা সবাই কোন না কোনভাবে ভালোবাসা পূজারী!
প্রেমের কবিতাঃ
** হঠাৎ সন্ধ্যায় - জোবায়েদ-অর-রশিদ
** তুমি ও বর্ণান্ধ বন - হাসান ফেরদৌস
** পুষ্পমাল্য না হয় রহিনু পড়িয়া তোমারি জন্য - লাবনী আক্তার
** শোহরত - সেলিম আনোয়ার
** “প্রেমিক হও, অথবা বটগাছ” - সাজিদ উল হক আবির
** চিঠি দিয়ো - এন ইসলাম রনি
** আমাকে একবার খুন করো,তোমাকে সহস্র রাত কাঁদাব - রাইসুল নয়ন
** আমাকে ছুঁয়ে দাও , কবিতার কথা - পরিবেশ বন্ধু
** তিমিরণ - পেন আর্নার
** গহীন জলে নগ্নমাছের মতোন রঙিন পাখনায় ঘুরবো সমুদ্রের তল - গেন্দু মিয়া
বিষাদের নীল অবগাহনে জন্ম হয়েছে অনেক কাল জয়ী কবিতার , বলা হয় বিষাদে না পুড়লে কেউ কবি হতে পারেনা , হৃদয়ের রক্তক্ষরণ জন্ম দিতে পারে নন্দিত কোন কবি
বিষাদের কবিতাঃ
** কবিতাঃ তোমার প্রশ্নের উত্তর - ইসতিয়াক অয়ন
** নিভু আঙুলের দৃশ্যপট - অনাহূত
** কবিতাঃ দুপুরের পর - নির্লিপ্ত স্বপ্নবাজ
** ♦♦ স্বপ্নহত্যা ♦♦ - অদিব
** একদিন নিখোঁজ পাতায় - আহসান জামান
এই ব্লগের কবিদের খেয়ালের শিকার এই বিভাগ "একের ভিতর অনেক"! একটি পোষ্টে একের অধিক দুর্দান্ত কবিতা উপহার দিয়ে গেছেন অনেকেই। কবিতাগুলোর ভাবনাও ভিন্ন ভিন্ন হওয়ায় এই ছন্নছাড়া কবিতাগুলোর জন্য আলাদা ঘর বানাতে হয়েছে আমাকে , ঘরের নাম দিয়েছি একের ভিতরে অনেকঃ
** এক গুচ্ছ অকবিতা সাথে একটি মহাকাব্য! - মাগুর
** গুচ্ছ কবিতাবলি । - দি ডার্ক ম্যান
** কতিপয় ভালবাসা - সেলিম আনোয়ার
** এক আততায়ী বিকেল - সায়েম মুন
** বালিকাদ্বয়ের কনফেশান - উপদ্রুত উপকূল
** :::: অসভ্য চোখ :::: - অরুদ্ধ সকাল
** মৃতদেহ কিংবা সময়ের শবযাত্রা - ক্লান্ত তীর্থ
** প্রেমময় দ্রোহ - বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
** অভিজ্ঞতাপর্ব - সোনালী ডানার চিল
** আগামী দিনের কাছে তাহাদের ইতিকথা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
** যাপিত বর্তমান - প্লাবিত হিমেল
** ফেব্রুয়ারীর পৃষ্ঠা জুড়ে অপাংক্তেয় কথকথা - আহমেদ আলাউদ্দিন
** ☼ সমকালীন প্রলাপ - অরুদ্ধ সকাল
** অথবা বোকাদের কবিতা - সকাল রয়
** রাত ঝুকে গেলে কার্পাস অরণ্যে - অনাহূত
** গুচ্ছ কবিতা - নীরব 009
কবিদের ভাবনায় থাকে সমকাল , আপনার আর আমার ভাবনার এদিক , সেদিক সেসবই কলমের আঁচড়ে হয়ে উঠে শিল্প ! জাগতিক নানা ভাবনার কাব্যিক প্রতিফলন মুগ্ধতার সাথে ভাবনার খোরাক যোগাতে বাধ্য ।
অবচেতন ভাবনারা কবিতায় যেমনঃ
** এইসব তীব্র-সুরসন্ধ্যায় ... - শহিদুল ইসলাম
**}একদিন কবি ও শিল্পী - অরুদ্ধ সকাল
** সাদা ইঁদুর উল্টে পড়ে আছে সাদা কুয়াশায় - অন্যমনস্ক শরৎ
** অবদমন! - প্লিওসিন অথবা গ্লসিয়ার
** ঘুণপোকা বহু আগে কেটে দিয়েছে সম্ভ্রমের ফিতা - সোনালী ডানার চিল
** অমাবস্যায় চিত্রল মৃগের হাড় - স্বদেশ হাসনাইন
** খোলস বদল - নির্বাসন এ একা
** চেতনার বাইরে - পেন আর্নার
** হাওয়াচুলের পূর্বাপর - পাপতাড়ুয়া
** এমনটি চাইনি সুস্মিতা - জুন
** "ঘড়ির কাটা" - নাসির শ্রাবণ
** দেহ বিলীন পাখিরা - অদৃশ্য
** মৈথুনে স্বমেহন নয় স্বরুপ দর্শন - ছোট মির্জা
** ভাবনার অপমৃত্যু - নেক্সাস
** যেখানে হারাই আমি যেখানে বাঁচি - বোকামন
** বহুদিন আকাশ ভাসানো জ্যোৎস্নায় হেঁটে যাইনি - ফ্রেয়া রুনি
** কবিতা: পরাজয় - অরুদ্ধ সকাল
** আবার জাগিয়া যদি উঠি - অলওয়েজ ড্রিম
** আমার একলা পৃথিবী - মাহবুবুল আজাদ
** খেলাঘর - সেলিম আনোয়ার
** চরিত্র খনন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
** “হতচ্ছাড়া নিয়নের আলো” - সাজিদ উল হক আবির
** আমার ক্ষমতা শুধু তোমাকে বপিত করে দেহে উঠা - সোনালী ডানার চিল
আধুনিক কবিরা গদ্য আর পদ্যের মাঝের দেয়াল ভেঙ্গে দিতে সিদ্ধহস্ত , তার প্রমাণ নীচের চমৎকার সব মুক্তগদ্য ! ব্যাক্তিগতভাবে আমি মুক্তগদ্য আর কবিতার মাঝের সংজ্ঞা বুঝিনা ! হয়তো এদের সংজ্ঞায়িত করা যায়না! ভাষার শৈলী আর উপস্থাপনে মন্ত্রমুগ্ধতার দাবি রাখা মুক্তগদ্যঃ
** জানলা - অনাহূত
** গল্পের আত্মকথা - পিপড়ে প্রাচীর
** গোধূলি থেকে আবীর! - আশরাফুল ইসলাম দূর্জয়
** স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে থাকি বাঁকলের বিছানায়! -স্বপ্নবাজ অভি
** এইসব প্যারাবল - অরিত্র অন্বয়
** ~~ স্বপ্নেরা ~~ - মৌ রি ল তা
** তুমি নেই। কদমে লেগে আছে কদমের রেনু... - মাহী ফ্লোরা
** ভূমিবিদ্যা - ফকির ইলিয়াস
** শব্দবতী শৃগাল ও বেখেয়াল বামহাত - অনাহূত
** ব্যাকুলতা অথবা জোড়াভাঙা শকুনের গল্প - আফরোজা সোমা
** কতিপয় শব্দের গাঁটছড়া....... - আহমেদ জী এস
** এরপরই ঝড়, এরপরই নক্ষত্রবিলাপ - ফকির ইলিয়াস
সেই আদিকাল থেকে সময়ের সেরা যোদ্ধা কবির কলম ! কবিতায় যুদ্ধ করা যায় সময়ের অসঙ্গতি আর অন্যায়ের বিরুদ্ধে।
প্রতিবাদের কবিতাঃ
** একটা নামহীন কবিতা. . . . . . - উদাস কিশোর
** সংখ্যালঘু - আহমেদ আলাউদ্দিন
** কবিতার জন্য যুদ্ধ - কবীর হুমায়ূন
অমর একুশে বইমেলা কে নিয়ে লেখক , গল্পকারদের মত কবিদের ও আবেগের কমতি নেই
বইমেলা -২০১৪ সংক্রান্তঃ
** উসকে দেয় পারসিমন - নম্রতা )
নিজ মাতৃভূমির প্রতি মায়া আর ভালোবাসা থেকেই কবিতায় চলে আসে স্বদেশের নানা ভাবনা!
কবিতায় প্রিয় স্বদেশঃ
** হাত তুলে দাড়িয়ে যাও, নয়তো গুলি করে মারবো! - সকাল রয়
এই বুঝি এলো বসন্ত
এই বুঝি এলো হলদে পাখির দল
এই বুঝি বসলো ফুলের মেলা
এই বুঝি আসলো বলে ঋতুরাজ বসন্ত !
বসন্তের প্রারম্ভিক মাস ফাগুনের রঙিন সাজের আগমনকে বরণ করে নিতে কবিদের কলম থেকে বেরিয়ে এসেছে ফাগুনের আগুনঃ
** বসন্তদিনের কতিপয় ভাবনা - আশরাফুল ইসলাম দুর্জয়
** =।।বসন্ত দেখ, নীল কষ্ট দেখনা।।= - দোলন মাহমুদ
** ফিরে এসো বসন্ত দিন ! - সাবরিনা সিরাজী তিতির
** বাসন্তী - সেলিম আনোয়ার
**শিমুল ফুল - অনিকেত নন্দিনী
ভালোবাসার কি কোন দিবস হয় ? হয়না , তাও আবেগী আর উৎসব পাগল বাঙালীর উপলক্ষ্যের শেষ নেই , ভালোবাসার বিশেষায়নে লজ্জালাল ১৪ই ফেব্রুয়ারী যে বসন্তেই আসে , কবিতা হবেনা কেন ?
ভালোবাসা দিবসের উপহার সমগ্রঃ
** কবিতাঃ ভ্যালেন্টাইন শুভেচ্ছা - উদাস কিশোর
** ভালবাসার দুইটি কবিতা - সেলিম আনোয়ার
** এই বসন্ত শেষ হবেনা , কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়বেনা ! নীলিমার নীল ফুরাবেনা । ভালোবাসা দিবস টিও শেষ হবেনা। - স্বপ্নবাজ অভি
** দিনলিপি - ইনকগনিটো
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি ?
যুগ থেকে যুগান্তরে
প্রজন্ম থেকে প্রজন্ম শ্রদ্দাভরে স্মরণ করবে সেই সব মহান আত্নত্যাগী শহীদদের যারা নিজস্বতায় ছিলেন হিমালয়সম শ্রদ্ধার দাবিদার ! আমাদের গৌরবের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখার মাধ্যম হিসেবে কবিতা সর্বোত্তম উপায় হতেই পারে । তাই কবিতায় অমর একুশেঃ
** হায় বাঙালি! - লুৎফুরমুকুল
** অমর একুশে - সেলিম আনোয়ার
** একুশ আমার - সুমাইয়া বরকতউল্লাহ
*** ছোটদের জন্য লেখা একুশের একটি গান ও একটি কবিতা - আমি ময়ূরাক্ষী
কাব্যিক ভ্রমনের শেষ স্টপেজ টা আপাতত এতটুকুই ! পবিত্র ভাষার মাসে ফিরে আসা কাব্যিক ভ্রমণের সূচনা পর্বটা উৎসর্গ করবো সব ভাষা শহীদদের , আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি !
একটি বিশেষ ঘোষণাঃ ফেব্রুয়ারী-২০১৪ থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত কাব্যিক ভ্রমণের প্রতি মাস থেকে সেরা কয়েকটি কবিতা নিয়ে একটি কবিতা সংকলন বই বের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সাহিত্য আড্ডা গ্রুপ এর আগ্রহে ! তাই আপনার দায়িত্ব হিসেবে প্রতিমাসের সেরা (কয়েকটি) কবিতার ব্যাপারে আপনার মতামত জানিয়ে যেতে পারেন ! বছর শেষে গুনী কবিদের একটি জুরি বোর্ডের আয়োজন করে কবিতা বাছাই এর কাজ করা হবে সাহিত্য আড্ডার আয়োজনে !
আপনার কাব্যিক ভ্রমন আনন্দদায়ক হোক!