যেতে হলে সায়দাবাদ গিয়ে এই বাসে উঠে পড়েন , ১০ মিনিট পর পর ,টিকেট কাটার ঝামেলা নাই
যাবার পথেই পেয়ে যাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজরিত ওয়ার সিমেট্রি
আর যদি ট্রেনে যান তাহলে এভাবেই আপনাকে স্বাগত জানানো হবে
শহরে যদি এসেই পড়েন তাহলে প্রথমেই আমার স্কুল থেকে ঘুরে আসেন, নিচে আরো কয়েকটা ছবিঃ
স্কুলের ভেতরের শহীদ মিনার।
কাফনের কাপড় পড়ে ওদের মত জীবনের শ্রেষ্ট সময়টা এখানেই কাটিয়েছি!!
এক ফ্রেমে জিলা স্কুল , স্টেডিয়াম আর ধর্মসাগর , পাখির চোখেও বলা যায় !!
এবার তাহলে ধর্মসাগর ঘুরে আসা যায়!
ধর্মসাগর পাড়েই আমার প্রিয় আড্ডার জায়গা (সন্ধ্যাকালীন)
রাতের বেলা কেমন লাগে??
পিক আওয়ারে ধর্মসাগর !
পাশেই থাকা নিরীহ স্টেডিয়াম টা কি দোষ করলো !
এবার তাহলে টাউনহল থেকে একটু ঘুরে আসা যায় !
নবাব বাড়ী , আমার বাসা থেকে ২০০ হাত দূরে
ঈদগাহ মাঠ , সারা বছর খেলার মাঠ , ঈদের দিন নামাজের জায়গা !
অনেক ছবি দেখা হইছে , একটু রসমলাই খান !
এটাই অরজিনাল , বাকী সব নকল , ওদের কোন শাখাও নেই , কোথাও সাপ্লাই ও দেয়না - নকল হতে সাবধান !
এবার আমার কলেজে ঘুরে আসা যায় !
আমাদের প্রিয় শত্রু ফয়জুন্নেসা স্কুলের(গার্লস) একটা ছবি না দিলেই না হয় !
কুমিল্লা যাবেন , আর নজরুলের সাথে দেখা না করে চলে আসবেন ??
নজরুলের স্মৃতি আর পিচ্চি কালের স্কুলের স্মৃতি যখন মিলে মিশে একাকার!
মেডিকেল কলেজ , এটাও ক্যাপশান দিতে হবে ??
এটা প্রাইভেট !
যাবেন নাকি ??
নগর ভবন
দিলাম না ক্যাপশান , না বুঝলে হাত তুলেন
এখান থেকেই সব কঠিন কঠিন প্রশ্ন পরীক্ষার হলে যায় !
শহরের একটু বাইরে ঘুরে আসা যায় ?? নিরীহ গোমতী !
প্রেস ক্লাব !
বার্ডে যাবেন না ??
পাশের শালবন বিহার আর ময়নামতি যাদুঘর
যাবার পথে ক্যাডেট কলেজ কি দোষ করলো !
শালবন বিহার পার হলেই দেখা দিবে সদ্য গজিয়ে উঠা কুমিল্লা বিশ্ববিদ্যালয় !
অনেক হইছে , এবার আবার বাসে উঠেন
ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা , ২০১৪ হোক অনেক বেশী আনন্দের !
কোথায় , কিভাবে যাবেনঃ
বাস থেকে , ট্রেন থেকে নামবেন শাসনগাছা (ঢাকা থেকে ) , কুমিল্লা রিকশার শহর বলা যায় , থাকতে চাইলে শাসনগাছা এলাকাতেই হোটেল পাবেন , তারপর যদি ধর্মসাগর যেতে চান তাহলে রিকশা নিয়ে আসা যাবে , আর গোমতী নদী ভ্রমণের উপায় ও একই , রিকশাতেই সম্ভব! আর শালবন বিহার , বার্ড , ময়নামতি যাদুঘর যেতে হলে রিকশায় প্রথমে কান্দিরপাড় , তারপর সি এন জি করে বার্ড ! বার্ডে অনুমতির ব্যাবস্থা করে ঘুরাঘুরি শেষে বের হয়ে আসলে গেটেই পাবেন অটোরিকশা যেগুলো যাবে শালবন বিহার, ময়নামতি যাদুঘর , যাবার পথে ক্যাডেট কলেজ , পলিটেকনিক ইনিস্টিটিউট এসব চোখে পড়বে !
শাল বন বিহার পার হয়ে মিনিট পাচেক হাটলেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গন্ধ পাবেন !
কিছু ছবি কালেক্টেড , কিছু নিজের তোলা ! আর হ্যাঁ পোষ্টের অনুপ্রেরণায় অপু তানভীর !