পাক্কা পাঁচ ফিট চার ইঞ্চির প্রমাণ সাইজের একটা জুতসই শরীর অথবা দেড় কেজি ওজনের একটি আস্ত মগজ অথবা দুটোই অর্থের বিনিময়ে মাসকাবারি চুক্তিতে ভাড়া দেয়া হবে। উল্লেখিত শরীর অথবা আস্ত মগজ কিংবা দুটোই ভাড়া নেয়ার নিমিত্তে আগ্রহী যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কোন ধরণের ব্যাংক ড্রাফট ছাড়াই ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপযুক্ত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। উল্লেখ্য চুক্তির আওতায় কেবল শরীর কিংবা মগজ অথবা দুটোই অন্তর্ভুক্ত, কোনোক্রমেই মাথা ঝুঁকানো নই। এই শরীর কিংবা মগজ অথবা দুটোই মাথা ঝুঁকাবে এমন ইচ্ছা পোষণকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবেদন করতে নিষেধ করা হলো।
বিজ্ঞাপিত শরীর কিংবা মগজ অথবা দুটোরই বিশেষ যোগ্যতা নিন্মরুপ-
১। ভাড়া দিতে ইচ্ছুক শরীর কিংবা মগজটি অথবা দুটোই কোনক্রমেই কঠোর পরিশ্রম করে না (not hard worker), বুদ্ধিদীপ্ত কাজ করে (smart worker); জন্মই নিয়েছে কায়িক শ্রম দেবার জন্য নই, মেধা দিয়ে কাজ করার জন্য; এটি একটি নেশাগ্রস্ত শরীর কিংবা মগজ; মাদকাসক্ত নই, নেশাগ্রস্ত প্রেমে ও ভালোবাসায়, নেশাগ্রস্ত মানুষে;
২। শরীর কিংবা মগজটি অথবা দুটোই সুযোগ খুঁজে না, করে নেয়; চাইলে ভাড়া নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানটিকেই বিক্রি করে দিতে সক্ষম অথবা আরো ক’টা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিনে আনতে পারঙ্গম, জিজ্ঞেস করবে না কেমনে করতে হবে, জিজ্ঞেস করবে কী এবং কতটুকু সময়ের মধ্যে করতে হবে, কাজটি করার জন্য উপযুক্ত পরিবেশ বা আনুষঙ্গিক উপকরণ সরবরাহ করতে হবে না, সে নিজেই সেটা ভাড়া নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যবস্থা করে নেবে;
৩। শরীর কিংবা মগজটি অথবা দুটোই ভাড়া নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বাঁশ খাওয়াকে ভয় করে না, কারণ শরীর কিংবা মগজটি অথবা দুটোই ভালো করে জানে যে, হজমকৃত বাঁশগুলো দিয়ে সময়মত মই বানিয়ে কীভাবে উপরে উঠতে হয়;
আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদন করার ক্ষেত্রে অযোগ্যতা-
১। কোন সুনির্দিষ্ট লক্ষ্য ও উদেশ্য নেই এবং বড় কোন স্বপ্ন দ্যাখতে ভীত সন্ত্রস্ত, চ্যালেঞ্জিং পরিকল্পনা নেই; নির্দিষ্ট ছকে বাঁধা, মাংসাশি ও আঁশটে ঝাঁজালো গন্ধে ভরা, কাম আর কাজকে গুলিয়ে ফেলা, কথায় কথায় ঈশ্বরকে নামিয়ে আনে এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদন করার দরকার নেই;
২। শুধ্মাত্র দাতাগোষ্ঠীকে খুশি করার লক্ষ্য নিয়ে কাজ করে, নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুশি করার লক্ষ্যে দৌড়ায়, আদর্শের ঠুলি পড়ে থাকে, সারাক্ষণ নারী অধিকার, নারী অধিকার কইয়া চিল্লা-পাল্লা করে আর কর্মে নিয়োজিত নারী কর্মীদের বেশিরভাগই ফ্রন্ট ডেক্স অফিসার আর পিএস টু ডিরেক্টর, টিনের চালার বাড়ি থেকে কর আদায়ের নীতি প্রণয়নে এ্যাডভোকেসি করে আর কর্পোরেটদের চাখুম-চুখুম করে এমন সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদন না করার জন্য নির্দেশ দেওয়া হলো;
৩। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান বছরান্তে শরীর কিংবা মগজ অথবা দুটোকেই কর্মক্ষমতা মূল্যায়নের পাশাপাশি ভাড়া নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই শরীরটা কিংবা মগজ অথবা দুটোকেই ধারণ করার যোগ্যতা নিরুপণে কোনরূপ ব্যবস্থা নাই, সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো;
অন্যান্য সুবিধা-
১। দ্বিপাক্ষিক চুক্তি;
২। চুক্তিতে ‘আরো অন্যান্য দায়িত্ব’ পালন করতে হবে এমন কোন বাকওয়াজ অনুবিধি থাকবে না;
৩। বছরান্তে শরীরটা কিংবা মগজ অথবা দুটোকেই ধারণ করার যোগ্যতা প্রমাণে সক্ষমতার উপর পুরষ্কার প্রদান;
৪। নয়টা-পাঁচটার পরের পৃথিবীতে বাঁচার সুযোগ;
৫। চুক্তি হবে চুক্তি ভঙ্গের জন্যই, চুক্তির ধারা থাকবে পরিবর্তনের জন্যই।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫