ছাগলের একটা স্বভাব আছে। কাঁঠাল পাতা দেখলেই খেয়ে ফেলা। তার তখন হুঁশ থাকে না কাঁঠাল পাতা টা ভাল, পোকা ধরা না খেলে মালিক এ মার দিবে।
জামিল কী করেছেন ?জি বাংলা সম্প্রচারিত মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার অনুষ্ঠানের ওই পর্বে জামিল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিংয়ের সঙ্গে শৌচাগারে যাওয়া-আসার মিলের কথা বলেন। বোলারদের নিয়েও কৌতুক করেন তিনি।
খুব খারাপ কাজ করেছে। দেশের মান তোলার জন্য মানুষ বাইরে যায় ডোবানোর জন্য না। উনি যা লিখেছেন তা বন্ধুদের আড্ডায় ঠিক আছে কিন্তু অন্য দেশের কোন অনুষ্ঠানে না! আমি পেলে তো খবর আছে।
জামিল কৌতুক বলে বড় ভুল করেছে।
আমরা কিছু বাঙালিরা কী করেছি?? আমরা কিছু বাঙালী এসব করেছি _একটি ভিন দেশের পেজ এ গিয়ে খুন করার কথা বলা, ঘর বাড়ি পুড়িয়ে দেয়ার কথা বলা , গালাগালি করা _ খুব দেশের মান বেড়েছে না?
ভারতের কত জন এসব দেখেছে ,দেশের মান তো বেড়েছেই!
কিন্তু বাঙালী যারা এখানে এসে মীরাক্কেলকে গালিগালাজ করছো, তোমরা দেশের কি মুখ উজ্জল করছো শুনি? জামিলকে গাল দিচ্ছো, মীরাক্কেলকে গাল দিচ্ছ, ফাঁসি দাবি করছো... মান বাড়ছে বাংলাদেশের?
জামিল যে অপরাধে অপরাধী সে অপরাধ এই সব গুলা বাঙালি করেছে। দেশের মান ডুবিয়েছে। শাস্তি এদের ও হতে হবে।
যারা জামিল কে খুন করার কথা, বাড়ি পোড়ানোর কথা বলছেন নিজে যাবেন এগুলা করতে? নিজে সেফ সাইডে থাকবেন আর মানুষকে উস্কানি দিবেন।
মিরাক্কেল মাফ চেয়ে নিজেদের মান ঠিক রক্ষা করেছে আমরা ভিন দেশী পেজে নিজেদের সুনাম বাড়িয়েছি। এই বাঙালী গূলো ছাগলের মত চিন্তা না করে কাঁঠাল পাতা চিবিয়েছে।
তারপরও আমার অনেক বাঙালী ভাই বোনেরা গঠনমূলক সমালোচনা করেছেন। আপনারাই দেশের সম্মান ও সম্পদ।
ক্ষমা একটি মহৎ গুণ' বহুবার বইতে পড়েছি।
কিন্তু মন থেকে উপলব্ধি করেছি...?
পুনশ্চ ঃ গতকাল কিছু না লিখে দালাল উপাধি পেয়েছি আজ যে কি পাব কে জানে?
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৩ রাত ৮:১৪