আমি একটা ই বুক রিডার কিনতে চাই যা নিয়ে আমার একটা জ্ঞানই আছে তা হল - ই বুক রিডারে বই পড়া যায় !
একটু হেল্প করেন যারা এই বিষয়ে জ্ঞানী।
১। বাংলা পড়া যায়?
২। পেন ড্রাইভ ব্যবহার করা যায়?
৩। নেট ইউস করা যায়?
৪।গান শোনা যায়?
৫। কি কি ফরমেট সাপোর্ট করে?
৬। রিডারে কি নোট করা যায়? পড়তে পড়তে আন্ডার লাইন করা বা পাশে কিছু লিখে রাখা যায়?
৭। ডিকশানারি রাখা যায়?
৮। এই গুলো থাকে এমন একটা রিডার এর দাম কত?
৯। সবগুলো থাকে না কিন্তু ভাল এরকম রিডার জানা থাকলে জানাতে পারেন
১০। এক্সট্রা মেমরি কত?
১১। বই একটু বেশি রাখতে পারলে ভাল হয়
আর দামটাও একটু জানাবেন
কোন সহৃদয় মানুষ এই লেখা পড়লে জানান, চুপ করে থাকবেন না।
কিছুই জানি না, দয়া করে প্রশ্নে গর্দভের লক্ষণ পেলে মাফ করবেন
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৯