স্টোনহেঞ্জ সর্বশ্রেষ্ঠ বিশ্বের অব্যাখ্যাত এক রহস্য । এটা অবশ্যই কোন ধাপ্পাবাজি নয় (অধিক 5,000 বছর বয়সী আনুমানিক) এবং এটি সম্ভবত ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে অন্যতম ।পাহাড় এবং গ্রামাঞ্চলের মাধ্যমে মাইল মাইল ড্রাইভিং করবেনএবং হঠাৎ করেই এই উদ্ভট গঠন নজরে পরবে । একটি স্টোনহেঞ্জ!এবং এটি বছর হাজার হাজার বছর ধরে আছে চুপটি !
স্টোনহেঞ্জ একটি প্রাগৈতিহাসিক গঠন ।সালসিবারির উত্তরে ইংরেজি কাউনটি ওয়াইলটসেয়ারে অবস্থিত।
স্টোনহেঞ্জ এর সবচাইতে বড় রহস্য যে এটি কিভাবে বানানো হল।অনেকগুলো তত্ত আছে এই সম্পর্কে।
কেউ বলেন যে পাথর গুলো পানি প্রবাহের ফলে এসেছে।কিন্তু সঠিক যুক্তি আর তথ্য দিয়ে এটি কেউ প্রমান করতে পারেননি।
আবার কেউ বলেন পাথরগুলো বড় বড় হিমবাহের মধ্যে ছিল।হিমবাহ গুলো পানি দিয়ে প্রবাহিত হয়ে এসেছে এবং একসময় হিমবাহ গলে গিয়ে এই পাথরগুলো এখানে আটকে গিয়েছে।
স্টোনহেঞ্জ এ ব্যবহার করা সবচাইতে বড় পাথর সারসিন।এটা স্টোনহেঞ্জ এর ২০ মাইল দূর থেকে আনা হয়েছে।আবার খটকা!কোন সুযোগ সুবিধা ছাড়া গ্রামাঞ্চলের ভেতর দিয়ে এই পাথর কিভাবে আনা হল?কেউ কেউ বলেন পাথর গুলো নাকি গাছের গুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে আনা হয়েছে!
কিন্তু স্টোনহেঞ্জ এর পাশে গিয়ে দাঁড়ালেই বোঝা যায় ব্যাপারটা কতটুকু অসম্ভব।আজকের যুগে এত প্রযুক্তি নিয়েও যে কাজ করতে মানুষ দশবার চিন্তা করবে সেই কাজটা সেই যুগের মানুষ কেন করল?
কি চিন্তা ছিল তাদের মনে?
স্টোনহেঞ্জ এর পাথরগুলোকে যোগ করা হয়েছে অনেকটা পরিশ্রম করে।জয়েন্ট তৈরি করা হয়েছে যাতে একটা পাথর আরেকটা পাথরের খাপে খাপে বসে।অনেক লোক লেগেছিল এইরকম করার জন্য।আর একটু চিন্তা করুন কোন প্রযুক্তি ছাড়া কত কষ্ট করে এই কাজ করা হয়েছে।
তাছাড়া কি ভাবে এই পাথরগুলো কে খাড়া করা হল?এই প্রশ্নের জবাবে গবেষকরা বলেন,গাছের গুড়ির দিয়ে চাপ প্রয়োগ করে পাথরগুলকে আগেই খনন করে রাখা গর্তে ঠেলে দেয়া হয়েছে।
স্টোনহেঞ্জ কি কাজে ব্যবহার করা হত?
স্টোনহেঞ্জ এর ব্যবহার নিয়ে অনেক তত্ত আছে।তবে এটা ঠিক যে স্টোনহেঞ্জ মৃত্যু সম্পর্কিত ব্যাপার
নিয়ে ব্যাবহার করা হত।এর চারপাশের এলাকা এবং এলাকাটিতে থাকা চারপাশের কবরের মত উঁচু ঢিপি এটিই প্রমান করে।এছাড়া এটি খুবই পবিত্র স্থান হিসেবে বিবেচিত হত।কারন লোকালয় স্টোনহেঞ্জ
থেকে অনেক দূরে ছিল।
আচার অনুষ্ঠানের জন্য স্টোনহেঞ্জ পর্যন্ত থাকা রাস্তা টি এটিই প্রমান করে যে স্টোনহেঞ্জ এর মধ্যকার জায়গাটি শাস্ত্রীয় আচারপালন এর জন্য ব্যবহার করা হত।
বর্তমানকালে প্রত্নতত্তবিদরা বলেন স্টোনহেঞ্জ দিন বা সময় দেখার জন্য ব্যবহার করা হত।তাদের মতে,
প্রকৃতপক্ষে স্স্টোনহেঞ্জ থেকে একটু দূরে উডহেঞ্জ এ উৎসব হত।আর এরপর শেষ আচার হত স্টোনহেঞ্জ এ।
এছাড়া এটাও সন্দেহ অতীত যে, স্টোনহেঞ্জ এর সঙ্গে জ্যোতিষবিদ্যার সম্পর্ক আছে।কেউ কেউ বলেন পুরোহিতরা ফস্ল আসার সময়,বর্ষার সময় বলতে এই জায়গা ব্যবহার করতেন।
সর্বজন স্বীকৃত মতামত হচ্ছে যে আচার অনুষ্ঠানের নির্দিষ্ট সময় জানার জন্য স্টোনহেঞ্জ ব্যাবহার করা হত।ধারণা করা হয় স্টোনহেঞ্জ কে তীর্থক্ষেত্র হিসাবেও!
মহান প্রাচীন মানুষের অব্যাখ্যাত এক রহস্য, স্টোনহেঞ্জর মানে এখনও আজ পরিষ্কার না ।একটি মন্দির, একটি সমাধিস্থল, একটি মানমন্দির নাকি একটি প্রাচীন ক্যালেন্ডার?
একটি টাইম মেশিন ছাড়া আমরা কখনই জানতে পারব না
আগে প্রকাশিত স্টোনহেঞ্জ
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২