আর ভাল্লাগে না, ভাই। আমি যহন ছুড আছিলাম তহন ঢাকায় খালি যানজট কথাডার লগে পরিচিত ছিলাম মাগার বড় ওইয়া ২৭/২৮ বছরে আইতে না আইতেই আরেকটা জট আইয়া জুটছে। হেইডা ওইতাছে জনজট। ঢাকায় যে পরিমানে মানুস বাড়ছে ভাই জনজট কতাডা না কইয়া আর পারলাম না। তো ওহন আমরা কি করবার পারি? জট যহন লাইগা গ্যাছে গা সেইডা ছুডাইতে তো আমগোই চিন্তা করা লাগবো। মন্ত্রি, এম পি রা তো আর এইডা লইয়া ভাব্বার পারে না, হ্যাঁগো অন্য কত কাম কাইজ আছে না? আর অন্য কাম কাইজ যদি নাই থাকে তাইলে বি ভাব্বার কোন কারন নাই। কারন হ্যাঁগো তো কোন জটের ভিতরে দিয়া যাইতে ওয় না। ওইযে কয়না যার মাতা হ্যাঁর ব্যাতা। আর যহন ক্ষমতা যাইব গিয়া তহন বি চিন্তা নাইক্কা। আরে বিদাসে বাড়ি কিন্না হালাইছে না? ওইহানে যায়া থাকব।
আইচ্ছা যাউজ্ঞা, প্যাঁচাল অনেক পারছি। কামের কতায় আসি। পরথম আসি জনজট কমানের লিগা কি কি করবার পারিঃ
১। ঢাকায় যত ফুটপাত দখলদার আছে হ্যাঁগো থেইকা ফুটপাত বাঁচান। অ্যাতে কইরা অবৈধভাবে ব্যবসা বন ওইলে যারা ফুটপাতে ব্যাবসা করতো হ্যাঁরা তাগও নিজ এলাকায় চইলা যাইব।
২। গারমেন্টসহ অন্যান্য কারখানা গুলারে ঢাকার বাইরে নিয়া ফালাইতে ওইব।
৩। ঢাকার আসেপাসের জায়গা গুলারে আরও উন্নত করন লাগবো। যাতে কইরা মানুসগুলা এই চিপাগলিতে না ঘুইরা একটু ভাল থাকবার পারে।
৪। আরেকটা জিনিস করন যায়, সুইনা অবস্য হাসি আসবার পারে।
ঢাকায় ঢুকুনের লিগা ভিসা সিস্টেম করা।
এইবার আসি যানজটের বিসয়ে। এই জট ভাইজান আতকা ইমনভাবে লাগে, মনে ওয় কোন হালায় ছুডাইবার পারবনা।
১। আমার কাছে মনে লয় যানজটের মেইন কারন ওইল ট্রাফিক রুল না মানন। আর ট্রাফিক রুল মানবইবা কেমতে? কোন ড্রাইভার এই রুল জানলে তো মানব। খোঁজ নিয়া দেহা যাইব বেসিরভাগ ড্রাইভারে অসিখিত। মাগার হ্যাঁরা কিন্তুক গরু, মহিস, ভেড়ার ছবি চিনবার পারে।
২। একই রাস্তা দিয়া রিকসা, সাইকেল, ভ্যান, হাবিজাবি চলনে কোন কিছুই আর চলবার পারে না।
৩। আমাগো রাস্তা যতই চওড়া হোক রাস্তা আর ফুটপাত মিলা যেই পরিমানে গাড়ি পারকিং করা থাকে, হেই পারকিং এর পরে গাড়ি চলার মত আর জায়গা থাকে না।
৪। গাড়ির ড্রাইভার আর হেল্পার, কন্টেক্টার ইমন বদের বদ যে, যেমতে খুসি হেমতে চালাইব, যেইখানে খুসি হেইখানে থামাইব, মতলব যা খুসি তাই করব। এইডা বন করন দরকার।
৫।ট্রাফিক ভাই গো টেকা খাওন বন করা লাগবো।
আপনা গো মাতায় আরও কিছু আইলে অবশ্যই মন্তব্য দিয়া সেয়ার করবেন। তো ভালা থাইক্কেন হজ্ঞলে আর জটজুট লইয়া মাজে মইদ্যে মাতাডা ঘামাইয়েন, বুজা পাল্লেন না? আরে সময় গ্যালে গা সাদন ওইব নাতো।