আমারা কেমন ভাবে খুঁজে নিতাম দুজন দুজনকে
কখনো কুয়াশায় কখনো রিকশার ওপাশ ,
কখনো সপ্তাহের প্রথম দিন , কখনো মনে মনে
আজ মনে পরে কতো টা মেঘ নিয়ে ভেবেছি দুজন অস্থির পাগলামিতে
আজো আসো সূর্যের শেষ আলো টুকু যখন আমার জানালা ছুঁয়ে যায়
কৃষ্ণচূড়া গাছটা এখন নেই, ওখানে এখন ইট কংক্রিটের স্তূপ
শুনেছি ওখানে নাকি বড় একটা দালান হবে, অনেক বড়
কিন্তু ওই বড় দালান তোমার দাঁড়ানোর সেই জায়গা ঢাকতে পারলো না
লাভ কি হল গাছ টা কেটে বল !
দেখেছ মানুষ গুলো কি বোকা !!
যা ঢাকতে পারবে না তা কাটতে গেল কেন !
এই মনে আছে কেমন করে রাস্তার শেষ মাথায় গিয়ে পিছন ফিরে চেয়েছিলে?
আমি হাত নাড়তেই তুমি ডান দিকে মোর নিলে।
আচ্ছা মাঝে মাঝে তুমি আমায় প্রিন্সেস ডাকতে কেন ?
আগে বুঝতাম না এখন বুঝি , তা ছিলো আমায় হাতে নেয়ার কারসাজী
হা হা হা আমরা দুজনেই কেমন বোকা ছিলাম
আমরা এখনো সেই বোকা আছি তাই না
নইলে কি করে তুমি আমায় আর আমি তোমায় নিয়ে লিখি !
ধুর আজ ধীরে ধীরে সব মনে পরে গেল
আচ্ছা তুমি কেমন আছ?
কোথায় আছ?
আগের মতোই আছ ?
নাকি একটু বদেলে গেছ?
আচ্ছা এখনো কি তোমার গালে টোল পড়া হাসি
অনেক রাধার সৃষ্টি করে
ইস সেই কি বাহাদুরি তোমার
কেমন ভাব নিয়ে বলা এই তাবত দুনিয়ার মন্দিরের দেবতা আমি
শত রাধা আমার কিন্তু আমি তো তুই রাধার কৃষ্ণ !
হুম আজ সব মনে পরে গেল
একটু একটু একটু করে
কিন্তু দেখ আমার একটুও মন খারাপ হয়নি
আমি খুব ভালো আছি , তুমি ?