শুন্যদৃষ্টির দৃশ্যমাতাল হয়ে দাঁড়িয়ে একা-
পথের পাশেই হেরোইন বিষে কুঁকড়ানো
মানুষ বা কুকুর পলিথিন ঘরে ফেরে,
আর আমি ?
চারুশিল্পি ফেরেন একহালি মুলা আর
পচা পুঁঠির গন্ধে বিষাক্ত মন নিয়ে ।
পশ্চিম-আধুনিকার আস্থাহীন চাহুনি
মন হয় বেওয়ারিশ লাশ বা
ছাল-ওঠা কুকুরের মতো গন্তব্যহীন,
আমি আজও এই ছাদহীন নগরীতে
একাই বেঁচে থাকি-
মানুষ সমুদ্রের সারিসারি ঢেউ অস্বিকার করে,
একপেয়ে খাম্বার মতোন-মুখে জলন্ত মৃত্যু নিয়ে
শুধু তোমার প্রতিক্ষায়-তুমি কি আসবে এপথে?