
আজকের আমার এই পোষ্টের উদ্দেশ্য হল আমাদের সমাজে যে কেবল ইভটিজিং আছে তা নয় বরং আরো অনেক ধরনের বিকৃত যৌন হয়রানি হয় সেটার একটা উদাহরন শেয়ার করা ।
গতকাল আমি অফিসে যাওয়ার সময় জীবনে প্রথম এ্যডাম টিজিং এর শিকার হলাম । টিজার হলো দুই হিজড়া । প্রতিদিনের মত রামপুরা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে অনাবিল পরিবহনে উঠলাম । যারা রামপুরা-বাড্ডা রোড দিয়ে কখনও অফিস টাইমে গেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই সময়টাতে বাসগুলাতে কি পরিমান ঠেলাঠেলি অবস্থা হয় । যা হোক জীবন মরণ বাজি রেখে অনাবিল পরিবহনের একটি নোংরা বাসে নিজে ঠাঁই করে নিলাম ।
যথারীতি আমেরিকান এ্যম্বেসি পার হয়ে একটু যেতেই বিখ্যাত বসুন্ধরার রোডের জ্যাম পেয়ে গেলাম । প্রতিদিন বাস থেকে জ্যামের শুরুতেই নেমে অফিস পর্যন্ত হেটে যাই । সেই ইচ্ছাতেই বাস থেকে নামতে গিয়ে দেখি দুই হিজড়া গেট দখল করে দাড়িয়ে আছে । মনে একটু শংকা জাগলেও সেটাকে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি যখন তাদের সামনে দিয়ে নামতে গেলাম তখনি বাস আবার একটু করে চলতে আরম্ভ করল আর আমি বাসের গেটে হিজড়াদের ঠিক সামনে আটকা পড়লাম । না পারছিলাম নামতে আবার না পারছিলাম উঠে আবার অন্য গেট দিয়ে নামার ট্রাই দিতে । আমাকে পেয়ে হিজড়া দুইজনের চোখে যেন আনন্দের ঝিলিক খেলে গেল । আমি লক্ষ্য করছিলাম ঠিকই কিন্তু ততক্ষনে আর ফেরত যাওয়ার উপায় নেই । ফলাফল যা হবার তাই হল । আমাকে একজন পিঠের দিক থেকে প্রায় জড়িয়ে ধড়ল । । হিজড়ার আপাত উন্নত বক্ষ আমার পিঠ স্পর্শ করল । শিহরণ আর চরম বিব্রতকর অবস্থার কম্বোতে আমি ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না । প্রায ১০ সেকেন্ড এ অবস্থায় থাকার পর মহান সৃষ্টিকর্তা যেন আমার দিকে মুখ পানে ফিরে তাকালেন । বাস আবার জ্যামে স্থির হল আর সাথে সাথে আমি নেমে গেলাম। নামার পর হিজড়া দুইজন আমাকে উদ্দেশ্য করে বলছিল "ভাই এত তাড়াতাড়ি নেমে গেলেন, আরেকটু যদি থাকতেন..."

