আবার বায়ুবিদ্যুতের সমস্যা হচ্ছে পর্যাপ্ত বিদ্যুত উৎপাদেনর মত বাতাস সবসময় না থাকা । গ্রীষ্মকালে বেশিরভাগ সময় তেমন বায়ুপ্রবাহ থাকে না । তাই গ্রীষ্মকালে নিরবিছিন্ন বায়ুবিদ্যুতে পাওয়া যায় না ।
কিন্ত সাধারনত যখন আকাশ মেঘলা থাকে মানে সৌরবিদ্যুতে অফ তখন প্রচুর বাতাস পাওয়া যায়, যেমন র্বষাকালের কোন দিন । সেই সময়গুলোতে উইন্ড পাওয়ার পাওয়া যায় । আবার গ্রীষ্মকালের
কোন দিন, যখন গাছের পাতা নড়ে না তখন আবার প্রচুর সূর্যের আলো পাওয়া যায় । তাই সোলার পাওয়ার আর উইন্ড পাওয়ারের হাইব্রিড কম্বিনেশন নির্ভরযোগ্য বিদ্যুত সরবরাহ করতে পারে । হাইব্রিড পাওয়ার সিষ্টেমে অবশ্য আরেকটি উৎস থেকে বিদ্যুত সরবরাহের ব্যবস্থা থাকে আর তা হল মেইন পাওয়ার গ্রীড থেকে বিদ্যুত সরবরাহ । তার মানে দাঁড়াল তিনটি বিকল্প বিদ্যুত উৎসের সমন্ময়ে একটা স্মার্ট পাওয়ার সিষ্টেম ।


ধরুন পিক আওয়ার, আপনার এমন পরিমান বিদ্যুত দরকার যা সৌরবিদ্যুত বা উইন্ড পাওয়ার থেকে মেটানো সম্ভব না, তখন আপনার ঘাটতি বিদ্যুত আসবে মেইন পাওয়ার গ্রীড থেকে । হাইব্রিড পাওয়ার সিষ্টেমের সবচেয়ে বড় সুবিধা হল বিদ্যুত যখন উদ্বৃত্ত থাকবে তখন আপনার বেঁচে যাওয়া বিদ্যুত মেইন পাওয়ার গ্রীডে যোগ হবে যা সেই সময়ে অন্য কেউ ব্যবহার করতে পারবে । এভাবে হাইব্রিড পাওয়ার সিষ্টেম সারা দেশের বিদ্যুত ঘাটতি পূরনে বিশাল ভূমিকা রাখতে পারে ।