আশরাফুল কে নিয়ে অনেক কিছু বলার আছে ,এবং সারা জীবনই থাকবে , কিন্তু তার আগে একটা কথা না বললেই নয় ।
-এতদিন জানতাম জুয়া, জুয়াড়ু ,ঘুষ, কেলেঙ্কারি ,পাতনো ম্যাচ , পক্ষপাত দুষ্ট; শব্দ গুলো এশিয়ার মধ্যে শুধ মাত্র পাকিস্থান,ভারতের নিজস্ব সম্পত্তি ।
;কিন্তু গত কাল শ্রিলংকান আম্পায়ার Ruchira Palliyaguruge আশরাফুল কে যেভাবে আউট দিল তাতে ঘুষ, কেলেঙ্কারি ,পাতনো ম্যাচ , পক্ষপাত দুষ্ঠ শব্দ গুলো শ্রিলংকান এই ফালতু আম্পায়ারের সাথেই যায় ।
-আমি যতদুর জানি ,হোম গ্রউন্ড সাধারণত একজন লোকাল আম্পায়ার, একজন ফরেন আম্পায়ার থাকে কিন্তু কালকের ম্যাচে দুজনই শ্রিলংকান আম্পায়ার কেন ? কেউ যদি জানেন আমাকে জানাবেন প্লীজ ।
কালকে আশরাফুলের আউট সহ যে আম্পায়ারিং হয়েছে, তাতে এক বাক্যে বলা যায় বাংলাদেশ গত কাল ম্যাচ হারে নি ;বাংলাদেশ কে হারানো হয়েছে ।
-আর আশরাফুল ,
ক্রিকেট বিশ্বরের এক উদাহারনের নাম ।
আজ যারা দিলুস্কুপ ,আমলা ড্রাইভ দেখেন বিস্মিত হন, জেনে নিন এগুলো আশরাফুলই শট ।
-তাই আবারো বলছি ক্যালিসের সেরা এভ্যারেজ , শচীনের ১০০ সেঞ্চুরি , আমলার সেরা র্যংকিং থাকতে পারে , কিন্তু আশরাফুল হ্ল সেরাদের সেরা ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯