"আমি শাহবাগ স্কয়ারের ঘোষনার দিকে তাকিয়ে আছি।
এটা কি নতুন রাজনীতির সম্ভাবনার পথ খুলতে পারে?
যে সব সোনার ছেলেরা এই স্বপ্ন-জাগানি আন্দলোনের পেছনে আছে তারা কি যুদ্ধাপরাধীর বিচারের চেয়েও বেশি কিছুর স্বপ্ন দেখবে? যুদ্ধাপরাধীর বিচার হতেই হবে। কিন্তু সোনার বাংলা গড়তে যে আরো অনেক কাজ বাকি থেকে যায়। সে সব-ও এই সোনার ছেলেরা না করলে কে করবে? আমাদের এই পচা রাজনৈতিক ব্যবস্থা বদলাতে হবে, আমাদের অর্থনীতি দেশীয় উদ্যোগ-বান্ধব হতে হবে, আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের কাহে লাগাতে হবে,আমাদের সংস্কৃতির আকাশ মেঘ মুক্ত রাখতে হবে, প্রতি বছর পাস
করে বের হওয়া হাজার হাজার ছেলের জন্য কাজের সুজোগ তৈরি করতে হবে, আমাদের সামনে কত কাজ।
এই সব কাজ কে করে দেবে?
আমি তো এই তরুনদের ছাড়া আর কাউকে দেখি না। সোনার বাংলাদেশ গড়ার একটা নতুন ইশতেহার কি আসতে পারে এই শাহবাগ থেকে? আমি কি এক সাথে অনেক কিছু চাইছি?
লাখো তরুনের সম্মিলিত শক্তির
এই বিস্তর সম্ভাবনা দেখলে আমি তো একটু বেশী চাইবই।
আর এখনি যদি না চাই তবে কবে চাইবো, কবে আবার এই
জমায়েত হবে?"