পাকিস্হান :
যাহারে লইয়া বঙ্গবাসী এতো লম্ফ ঝম্প করিলো, ফেসবুক-ব্লগে পাতার পর পাতা লেখিয়া কলম নষ্ট করিলো ! যাহাকে বোন বলিয়া পরিচয় দিয়া, হৃদয়ে জায়গা দিলো, যাহার সম্মুখে, পেছনে, ডাইনে-বামে থাকিবার পণ করিলো।আম জনতার কথা বাদ দিলাম স্বয়ং প্রধানমন্ত্রী- যিনি কথায় কথায় বিরোধী নেত্রীকে পাকিস্হান পাঠায় (!) তিনিও মালালা দরদে আপ্লুত । সেই "মালালা" কিনা বঙ্গবাসিকে "বিলাই" কহিল ।
ভারত:
নতুন বছরের প্রথম সকালে সূর্য উঠার আগেই বিগত কয়েক বছরের ন্যায় এ বছরও পাশ্ববর্তী রাষ্ট্র ভারত নিরীহ বাংলাদেশীদের রক্ত দিয়ে নতুন বছর সেলিব্রেট করলো !
ঠাকুরগাও সীমান্তে নিহতদের নাম নুরুল ইসলাম ও আক্তার। নিহতরা এতটাই হতভাগ্য যে লাশটাও নিয়ে গেছে ভারতীয় বাহিনী। দাদাপ্রেমে মশগুল পররাষ্ট্র মন্ত্রণালয় শীত নিদ্রায় যাওয়ায় সামান্য প্রতীবাদ করারও সাহস পায়নি।
মোদ্দা কথা: "ইন্ডিয়ানরা ইন্ডিয়ান !পাকিস্তানীরা পাকিস্তানী ! কিন্তু একজন বাংলাদেশী সব সময় বাংলাদেশী নয় ।তারা কখনো ভারতীয় দালাল,কখনো পাকিস্হানের দালাল ।