নিঃশব্দ নিশীথ রাতে নিশ্চুপ বাতাস হয়ে নিয়তই যার আশা যাওয়া
বাস্তবে আজ আর তাকে কোথাও দেখিনা, কখনও ভাবনায়,
কখনও ছায়ায়, কখনও ক্লান্তির পর নেয়া দীর্ঘশ্বাস এ
যাকে ভাবতে থাকে মন কোনও অনুশাসন ছারাই
আজ আর তাকে কোথাও দেখি না,
একটা সময় ছিল যখন সব কিছুই ছিল দৃশ্যমান,
সময় ধুলো জমাত বেঁধে সেখানে গড়ছে পাহাড় সম বেড়ি,
আজ তাই তাকে আর দেখা হয়না ...হয়ত দেখব না কিংবা চাইনা