তবুও হয়নি...
পৃথিবীতে সবচেয়ে কঠিন হয়তো নিজেকে জানা
সেই কঠিনেরে জয় করা আজও হয়নি আমার
কখনো মনে হয় অনেক পেয়ে ধন্য জীবন।
আবার সময়ের পথ ধরে হেঁেট চলে দেখি
কি যেন নেই, কে যেন ছায়া হয়ে পিছু চলে।
ফিরে চাই ফিরে ফিরে বারবার চাই
কেবলই মনে হয় কি যেন নাই কে যেন নাই।
সব প্রাপ্তির মাঝে মন যেন থমকে পড়ে
ধূসর চোখে চেয়ে থাকে জানার চেষ্টায়।
সময়ের হাত ধরে আবার ধেয়ে চলি।
এভাবেই কেটে যায় দিন,
তবুও হয়নি জানা নিজের মধ্যে নিজেকে...