আজ থেকে ২০ বছর আগে বৃষ্টিস্নাত এক সকালে আমার এই পৃথিবীতে আগমন। দেখতে দেখতে ২০ বছর চলে গেল জীবনটা থেকে, কত দিন আরও বাঁচব তা জানি না, কিন্তু এতটুকু জানি, যতদিনই বাঁচি না কেন, এই দিনটায় যার মাধ্যমে দুনিয়ায় এসেছিলাম তার জন্য এই দিনটায় দোয়া করব।
আপনারাও আমার মা এর জন্য দোয়া করবেন


যাইহোক,
এই কেকটা আপনাদের জন্যে :-& ইফতার এর পর ভাগ-বাটোয়ারা করে খেয়ে নিয়েন :-&
এবার আসি গিফট এর প্রসঙ্গে

এই পোস্ট দেখলেই গিফট দেওয়া বাধ্যতামূলক বলে গণ্য হবে

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
নাহ আমাকে গিফট দেওয়া লাগবে না তবে একজন ফকিরকে ৫ টাকা দিয়ে আমার জন্যে দোয়া করতে বলবেন, এটাই আমার গিফট

সবাইকে অনেক ধন্যবাদ
