একটা মেয়ে রোজ রাতেতে ছাদে,
একলা বসে খুব গোপনে কাঁদে।
একটা মেয়ে ভয়েই জড়সড়,
গল্প মনের খুব লুকিয়ে পড়।
একটা মেয়ে বৃষ্টি ভালোবাসে,
সেই মেয়েটিই দুঃখ ভুলে হাসে।
একটা মেয়ে মন বেঁধেছে মনে,
চোখ পড়লেই লুকায় ঘরের কোনে।
একটা মেয়ে লাজুকলতার ফুল,
সেই মেয়েটির সব কাজে হয় ভুল।
একটা মেয়ে একাই পথ চলে,
চলতে চলতে মনের কথা বলে।
একটা মেয়ে পাথর হতে শেখে,
বুকের মাঝে ঝরনা ধারা রেখে।
একটা মেয়ে খোলস মুড়ে সাজে,
ঢাল তলোয়ার ঝন ঝনিয়ে বাজে।
সেই মেয়েকে যায়না তো আর চেনা,
কই হারালো তারারই দিন গোনা?
সেই মেয়েটেই স্বপ্নডানায় চেপে,
ছিলো ভালোই, হটাত গেল ক্ষেপে ।
যে মেয়েটি বুনত মায়ার জাল,
সেই যে দাড়ায় সামনে হয়ে কাল।
ভুল করোনা কাঁদিয়ে সরল তাকে
পথ হারাবে পালানোর সেই বাকে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৯ রাত ৩:০৪