আঙ্গুল ছুঁয়ে থাকবোনা আর তোর
বন্ধ ঘরে আজকে না হোক ভোর
কাঁদবি বুঝি একলা থাকার ক্ষণে
আমায় বুঝি পড়বে যে খুব মনে
মায়ায় ছায়ায় ভালোবাসার ঘরে
আসবো আমি আসবো জানি ফিরে
থাকবো হয়ে কল্প তরুর ছায়া
একটু না হয় যাই বাড়িয়ে মায়া
সেই যে সে দেশ, যেথায় মরুর বুকে
এমনিতর চাঁদটা ওঠে সুখে
সেই যে সেথায় অনেক অনেক দূরে
নীল জানালায় তোকেই দুচোখ ভরে
আসবো ফিরে ঠিকি তোরই কাছে
তুই ছাড়া আর কে বা আমার আছে?
এমন করে কেই বা বকে আমায়
ঠান্ডা হলে জড়ায় গরম জামায়।
এমন করে বাসবেনা কেউ ভালো
তুই যে আমার রোজ সকালের আলো
আসবো জানিস আসবো আমি ফিরে
ক্ষণেক পরেই ভালোবাসার নীড়ে
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬