দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল-সামুতে এসেছি। "সামহোয়্যার ইন ব্লগ"- বাংলাভাষার সবচেয়ে বড় ও জনপ্রিয় ব্লগ। আমি গর্বিত এমন একটি ব্লগের সদস্য হতে পেরে।
ব্লগে রেজিঃ করার আগে এর সম্পর্কে প্রায় কিছুই জানতাম না। চিনতাম শুধু ফেসবুক।

কিন্তু দুঃখের বিষয়, যে কবিতা লিখার জন্য আমার সামুতে আগমন- সেই কবিতাই আর লিখা হল না। সামুতে আসার পর আমি মাত্র একটা কবিতা লিখেছি আর বাকিগুলো আগের। এখানে এত ভাল ভাল কবিরা আছেন- তাই লজ্জায় আর ও দিকে পা বাড়াইনি।

সামুতে এসে আমি অসংখ্য মানুষের বিচিত্র চিন্তাধারার সাথে পরিচিত হতে পেরেছি। বিভিন্ন বিষয়ে একেকজনের ভাবনা (সেটা যত লঘু বা সিরিয়াসই হোক না কেন) শেয়ার করাটা আমার কাছে দুর্দান্ত মনে হয়। তাছারা যা ইচ্ছা হাবিজাবি ফাও ফাও "লিখতে পারা ও তা অন্যকে পড়ানো"- অসাধারন অভিজ্ঞতা। এজন্য সামু কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সামুর মডারেশন নিয়ে খুব বেশি অভিযোগ আমার নেই।
সামুতে এসে আমি অনেক অনেক অনেক কিছু জেনেছি। নতুন নতুন ধারনার সাথে পরিচিত হয়েছি। এসব নিঃসন্দেহে আমাকে সমৃদ্ধ করেছে।
তবে ভার্চুয়াল জগত থেকে বাস্তব জগত আমার কাছে বেশি ইন্টারেস্টিং। সামুতে আমার সবচেয়ে বড় পাওয়া অনেক "ভাল মানুষের " সাক্ষাত পাওয়া। কিছু দুষ্ট লোকের সাক্ষাতও অবশ্য পেয়েছি।

আর আমি আমার কোয়ালিটির শতগুন বেশি ভালোবাসা পেয়েছি এই ব্লগে। সহব্লগারদের ভালোবাসায় আমি আপ্লুত। তাদের জন্য আমার ভালোবাসা জানাচ্ছি।
সবার সাথে এতদিন একসাথে চলটা আমার জন্য বিশেষ কিছু।
সামুতে আমার এই পথচলাতেই আনন্দ।
সবাইকে আমার সালাম ও কৃতজ্ঞতা।
শুভব্লগিং

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ১:৪৫