অনাকাঙ্কিত স্বপ্ন পুরণ হচ্ছ প্রতিদিন কিন্তু কািঙ্খত স্বপ্ন পুরন আর হয় না ।কখন যে কাঙ্খিত সকাল আসবে কোথায় পাব জোছনা ভরা রাত আর চাঁদের ছটা এসে পরবে আমার চোখে মুখে যে আলোর ঝলকানিতে আমি চোখ খুলে বড় করে তাকাতে পারবো না। বন্ধ হয়ে আসবে আমার চোখ, খুলে যাবে মনের দুয়ার। ভাসতে থাকবো স্বপ্ন পুরন হওয়ার ছোট একটা ডিঙি নৌকায়।নৌকার বৈঠাটা আমি নিজে পানির ঢেউ এ ভাসিয়ে নিয়ে যাব। এই ভেবে রোজ ঘুমাতে যাই। আমি নই রাজকন্যা, নই পরমা সুন্দরী্ আমার সত্তা আমার মন ।আমার নারীরুপে জন্ম ।আমি নারী সমাজের এক নারগিস। আমার মতো নিরভিমানীর আকাঙ্খা সামাজিক কর্মকান্ডে সদা ব্যস্তরা কি একবারের জন্য ভাবেন না যে তাদের চিন্তা চেতনার ধারায় মানুষের সামান্যতম চাওয়া পাওয়া গুলো তাদের শরীরের রক্ত মাংসের মতই অবিচছ্েদ্য অংশ। নারী পুরুেষর রক্তের রং কি আলাদা ? তবে কেনো এত বিভেদ, এতো কঠিন নিয়মের নামে অনিয়ম ।রক্তের রং এর বদল নেই, রং এর বদল শুধু সুবিধা পাবার বেলায়।সবই সত্য প্রতিবাদের অভাব ।বদলে যাওয়ার দাবীতে অনেক নারী নিজে অন্য নারীর বাধার কারণ হয়ে দাঁড়ায়, তার কারণ সে নিজেও বঞ্চিত। তাই তার চাওয়ার চাহিদাটা সেভাবেই গড়ে উঠেছে ।তাই যতই নারীর ইতিহাস ভিিওক প্রদশনী সেমিনার হোক না কেনো নিজেও সেই অনুষঠানের আমন্ত্রিত অথিতি হয়ে মঞ্চে উঠে দুচার লাইন বয়ান দিযে সমাজে নিজের আত্মমর্যাদা বাড়ানো ছাড়া আর কোনো দায়িত্ব পালন করেননা বাস্তবে। পূরণ হতে দেননা ঘরের পুএবধূর সোনালী স্বপ্ন ।ভোরের কোমল আলোয় ভরা সূযটাকে ্গ্রাস করে কালো কালো মেঘ যখন নীল আকাশটাকে ঢেকে ফেলে ঠিক তখন সূর্যের আলোর বদলে চোখে ভাসে চুলার আগুনে ভাত রান্না করা আর গর্ভে ধারন করে বেড়ে উঠা শিশুটার মুখে ভাত মেখে তুলে দেওয়া। চোখ বন্ধ করে স্বপ্ন দেখা বেড়ে উঠা এই শিশুটি ই একদিন হয়ত শিকল ছিড়ে বাইরে এনে খোলা আকাশের নীচে দাঁড় করাবে তার গর্ভধারিনী জননীকে এই আশায়.....
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৭