অনেকেই জানি এই কান্ট্রি সং গুলো এসেছে দক্ষিন আমেরিকার আ্যাপেলচিয়ান পাহাড়ি এলাকা থেকে, ওখানকার গ্রামগুলোর বিভিন্ন ফোক, স্পিরিচুয়াল, ব্লু জ আর আ্যংলোসেল্টিক মিউজিক থেকেই মূলত এর ভাবধারাটা এসেছে। আ্যপালচিয়ান অধিবাসীদের মনোভাব আর তাদের প্রতিদিনকার জীবনযাত্রার চিত্রই যেন ফুটে উঠে এসব গানে। ঊনিশ শতকের শুরুর দিককার এসব গান আমরা এখন নিজেদের জীবনের সাথে মিলিয়ে শুনতে ভালবাসি।
'হিলিবিলি ক্যাট' খ্যাত 'এলভিস প্রিসলী" কেই আমি কান্ট্রি এই কান্ট্রি সং এর কিং ভাবতে ভালবাসি। আরও কয়েকজনের কিছু গান আমার ভাল লাগে, যেমন নীল ডায়মন্ড ও কিং স্টোন ট্রায়ো।
নিচে আমার কিছু প্রিয় লাইন দেয়া হল--
Where have all the flowers gone?
Young girls pick them everyone.
Where have all the young girls gone?
Gone to youngman everyone.
Where have all the youngman gone?
Gone for soldiars everyone.
Where have all the soldiars gone?
Gone to graveyeard everyone.
When will they ever learn?
When will they ever learn?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫১