নতুন রঙের ২০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এটি প্রচলন করা হয়। বর্তমানে প্রচলিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত ২০ টাকার নোটের সঙ্গে ৫০০ টাকার নোটের কিছুটা মিল থাকায় রং পরিবর্তন করে এই নতুন নোট বাজারে ছাড়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জানান, প্রচলিত ২০ টাকা ও ৫০০ টাকার নোটের আকৃতি ভিন্ন হলেও তাতে কিছুটা সাদৃশ্য রয়েছে রঙে। এ কারণে বিভ্রান্তি এড়াতে ২০ টাকার নোটের রঙে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নোটের সামনে ও পেছনের দুই পাশে হলুদ এবং আল্পনার রং গাঢ় কমলা করে তা পুনর্মুদ্রণ করা হয়েছে।
আসাদুজ্জামান আরও জানান, ২০ টাকার নতুন নোট আজ সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয়সহ সব তফসিলি ব্যাংকে নতুন এই নোট পাওয়া যাবে। এর আগে প্রচলিত ২০ টাকার অন্যান্য নোটও যথারীতি চালু থাকবে।
১২৭ ও ৬০ মিলিমিটার আকারের এই নোটের এক পিঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, অন্য পিঠে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের নকশা ব্যবহার করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




