যাদের কবিতায় এলার্জি হয় তাদের জন্য সানে নজুল সহ
বিনিদ্র রাত পাতা খসার প্রমত্ত আঁচল
জীবনের রেল পথে ক্ষন প্রভা কাঁন্না
মান্জা করা সুতায় উড়ছে ঘুড়ি দিগবিদিক
নাটাইয়ের সুতায় পড়েছে টান, মান্জা ফুড়িয়ে যাচ্ছে
সুরের স্রোতে হারিয়েছে, পিষ্ট সুবাসের কষ্ট
উলঙ্গ কিশোর ভয় পায়
তার নির্ভিক হাঁটা চলার পথে অস্পষ্ট কাঁটা ............
এখানে আমি
বিনিদ্র রাত পাতা খসার প্রমত্ত আঁচল
জীবনের রেল পথে ক্ষন প্রভা কাঁন্না
তে বুঝাতে চাইছি মানুষের রাতের ঘুম নাই কাল কি করবে এই ভেবে তাদের জীবনে সামনের দিন গুলি নিয়া চিন্তিত
পাহাড় চূঁড়ায় লাল সবুজের পতাকা উড়ে
ধূমেল অন্ধকারে কাঁদে পিষ্ট সুবাস
আমাদের পতাকা আজ চারদিকে উড়ে দেশ বিদেশে। কিন্তু প্রবাসীরা কি শান্তিতে আছে?
মান্জা করা সুতায় উড়ছে ঘুড়ি দিগবিদিক
নাটাইয়ের সুতায় পড়েছে টান, মান্জা ফুড়িয়ে যাচ্ছে
নেতারা ভোটে পাস করে অনেক উল্টাপাল্টা করতেছে( কয়েকজন বাদে)
তাদের সময় ফুরিয়ে আসতেছে
সুরের স্রোতে হারিয়েছে, পিষ্ট সুবাসের কষ্ট
উলঙ্গ কিশোর ভয় পায়
জনতার চাওয়া পাওয়ার অনেক ছিল । সাধারন মানুষ আজ ডুকরে কাদছে হতাসায়
নবিন রা ভয়ে আছে কি হয়?
তার নির্ভিক হাঁটা চলার পথে অস্পষ্ট কাঁটা ............
সামনে দিন গুলি তে কি হবে তা অস্পষ্ট
==================================================
২ /১টা বানান ভুল হয়ে থাকতে পারে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এর পরেও কবিতা না বুঝিলে আমার কিছু করার নাই(ভেটকির ইমু )