রান্নাবান্না বহুত ঝামেলার কাম, তাই কিছুটা সহজ রেসিপি বানাইয়া দিলাম । ভাল না লাগলে পাতিল চিত কইরা ডাস্টবিনে ফালাইবেন নিজের মনে কইরা। আমি কিছুই মনে করুম না
আর একটা প্লটের মালিক কেমনে হইতে পারেন তাহাও লিখিয়াছি রেসেপি আকারে
প্লট পছন্দ না হইলে বিমান ভাড়া ফেরত পাইবেন না
এইটার গ্যারান্টি আমি দিতে পারি
আলু নিবেন লাল দেখিয়া
তেল কিছুটা ভাল
পিয়াজ ,লংকা,লবন মিলাইয়া
ভর্তা হবে ভাল
তেতুলের কোয়া গুটা পাচেক
কাচা লংকার সাথে
ধনিয়া পাতা সবুজ নিবেন
চটকাইয়া ভাতের সাথে
হলুদ,জিড়া, ধনিয়া গুড়া
এলাচ আর দারচিনি
লাল মরিচের গুড়ায় আছে
ইটের গুড়ার খনি
মাছের সাথে পটল দিবেন
মুরগার সাথে লাউ(১)
রান্নাবান্না শেষ করিয়া
মজা কইরা খাও
একা একা খাবেনা কেউ
সাথে আরেক জনা
ফকির ফাকরা দেখলে ভাইয়ু
কইরো না তাদের মানা
১(মুরগী আকামের পরে গোসল করেনা তাই মুরগা)
খাওয়া দাওয়া শেষ এইবার চলেন অন্য টাইপের কিছু
মটকা ভাংলে ভটকা দেখি
টাটকা চাইলে ফুডা
তেনা যত পেচানো হবে
টাইট হবে তার খুডা
ছাগলে খায় কাঠাল চারা
বাঘের খাদ্য ছাগল
গাধায় পানি পান করিয়া
এখন হয়েছে পাগল
পাগল,ছাগল এক ঘরে রয়
ঘুমাইয়া দেখে লাল বাত্তি
আইজু চাচায় হজ্ব যাইবে
সোনা বেচছে এক রত্তি
কালা আঙগুর সিরাপ বানাই
পানে অনেক নেশা
ভেজাল করলে অনেক কামাই
মলমূত্র তার কষা
ইছুবগুলের ভূসি খাইয়াও
হয় না কোন উপকার
জন্জাল সাফ করতে হলে
ভাল লোকের হবে দরকার
ভাল মানুষ কোথায় পাব?
খুজতে আছি জংগলে
ছোট্ট একটা প্লট কিনেছি
তাইতো আমি মংগলে;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
আসেন সবাই মংগলে যাইগা